১ বংশাবলি 9:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 উথয়, তিনি অম্মীহূদের পুত্র, ইনি অম্রির পুত্র, ইনি ইম্রির পুত্র, ইনি বানির পুত্র, ইনি যিহূদার পুত্র পেরসের সন্তানদের মধ্যে একজন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 উথয়, তিনি অম্মীহূদের পুত্র, ইনি অম্রির পুত্র, ইনি ইম্রির পুত্র, ইনি বানির পুত্র, ইনি এহুদার পুত্র পেরসের সন্তানদের মধ্যে এক জন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 যিহূদার ছেলে পেরসের এক বংশধর বানি, তাঁর ছেলে ইম্রি, তাঁর ছেলে অম্রি, তাঁর ছেলে অম্মীহূদ ও তাঁর ছেলে উথয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4-6 যিহুদা গোষ্ঠীর ছয় শো নব্বইটি পরিবার জেরুশালেমে গিয়ে বসতি স্থাপন করেছিল। যিহুদার পুত্র পেরেসের বংশধরদের নেতা ছিলেন উথয়। ইনি অম্মিহুদের পুত্র ও অম্রির পৌত্র। ইমরি ও বানি ছিলেন তাঁর পূর্ব পুরুষ। যিহুদার পুত্র শেলার বংশধরদের নেতা ছিলেন অসায়। তিনিই ছিলেন গোষ্ঠীর প্রধান ব্যক্তি। যিহুদার অপর পুত্র সেরাহর বংশধরদের নেতা ছিলেন যুয়েল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 উথয়, তিনি অম্মীহূদের পুত্র, ইনি অম্রির পুত্র, ইনি ইম্রির পুত্র, ইনি বানির পুত্র, ইনি যিহূদার পুত্র পেরসের সন্তানদের মধ্যে এক জন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 উথয়ের পিতা অম্মীহূদ, অম্মীহূদের পিতা অম্রি, অম্রির পিতা ইম্রি, ইম্রির পিতা বানি, যিনি ছিলেন যিহূদার সন্তান খোদ পেরসের উত্তরপুরুষ। অধ্যায় দেখুন |