১ বংশাবলি 9:32 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)32 আর তাহাদের জ্ঞাতি কহাতীয়দের সন্তানগণের মধ্যে কতক লোক প্রতি বিশ্রামবারে দর্শন-রুটি প্রস্তুত করিতে নিযুক্ত ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 আর তাদের জ্ঞাতি কহাতীয়দের সন্তানদের মধ্যে কিছু লোক প্রতি বিশ্রামবারে দর্শন-রুটি প্রস্তুত করতে নিযুক্ত ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 তাদের সহকর্মী লেবীয়দের মধ্যে কয়েকজন কহাতীয়ের উপর দায়িত্ব বর্তে ছিল, যেন তারা প্রত্যেক সাব্বাথবারে টেবিলের উপর রুটি সাজিয়ে রাখেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 প্রতি সাব্বাথ দিনে প্রভুর উপস্থিতির প্রতীক রুটি তৈরী করার ভার ছিল কোহাৎ গোষ্ঠীর লেবীয়দের ওপর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 আর তাহাদের জ্ঞাতি কহাতীয়দের সন্তানগণের মধ্যে কতক লোক প্রতি বিশ্রামবারে দর্শন-রুটী প্রস্তুত করিতে নিযুক্ত ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 কোরহ পরিবারের কিছু দ্বার রক্ষীর কাজ ছিল বিশ্রামের দিনে যে সমস্ত রুটি টেবিলে পরিবেশন করা হত সেগুলি প্রস্তুত করা। অধ্যায় দেখুন |