১ বংশাবলি 9:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 আপনাদের নানা নগরে যাহারা প্রথমে আপন আপন অধিকারে বসতি করিল, তাহারা এই- ইস্রায়েল, যাজকগণ, লেবীয়গণ, ও নথীনীয়গণ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 যার যার নগরে যারা প্রথমে নিজ নিজ অধিকারে বসতি করলো, তারা এই— ইসরাইল, ইমামেরা, লেবীয়রা ও নথীনীয়েরা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 নিজেদের নগরে, তাদের নিজস্ব বিষয়সম্পত্তির উপর প্রথমে কিছু ইস্রায়েলী মানুষজন, যাজক, লেবীয় ও মন্দির-সেবকেরাই পুনর্বাসন পেয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 প্রথমে যারা বিভিন্ন জনপদে তাদের সম্পত্তি ফিরে পেয়েছিল, তাদের মধ্যে ছিল সাধারণ ইসরায়েলী, পুরোহিত, লেবীয় ও মন্দিরের পরিচারকেরা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আপনাদের নানা নগরে যাহারা প্রথমে আপন আপন অধিকারে বসতি করিল, তাহারা এই,—ইস্রায়েল, যাজকগণ, লেবীয়গণ, ও নথীনীয়গণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 পরবর্তীকালে নিজেদের বাসস্থানে প্রথম যাঁরা ফিরে এসে আবার বাস করতে শুরু করেন তাঁদের মধ্যে যাজকবর্গ, লেবীয়, মন্দিরের দাস ছাড়াও কিছু ইস্রায়েলীয় ব্যক্তি ছিলেন। অধ্যায় দেখুন |