Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 9:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

14 আর লেবীয়দের মধ্যে মরারি-বংশজাত হশবিয়ের প্রপৌত্র অস্রীকামের পৌত্র হশূবের পুত্র শময়িয়;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 আর লেবীয়দের মধ্যে মরারি বংশজাত হশবিয়ের প্রপৌত্র অস্রীকামের পৌত্র হশূবের পুত্র শমরিয়;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 লেবীয়দের মধ্যে থেকে: হশূবের ছেলে শময়িয়, হশূব অস্রীকামের ছেলে ও অস্রীকাম মরারীয় হশবিয়ের ছেলে;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14-16 নিম্নলিখিত লেবীয়েরা জেরুশালেমে বাস করতেনঃ হসুরের পুত্র শমইয়। অসরিকাম ও হসরিয় ছিলেন এঁর পূর্বপুরুষ। মীখার গোষ্ঠীর বক্‌বক্কর, হেরশ ও গালল।। মিসার পুত্র মত্তনিয়। সিক্‌রি ও আসফ ছিলেন এঁর পূর্বপুরুষ। শমইয়র পুত্র ওবদিয়। গালল ও যিদুথুন ছিলেন এঁর পূর্বপুরুষ। আসার পুত্র ও এলকানার পৌত্র বেরেখিয়। নটোফা নগরের অর্ন্তভুক্ত অঞ্চলে এঁর পূর্বপুরুষেরা বাস করতেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 আর লেবীয়দের মধ্যে মরারিবংশজাত হশবিয়ের প্রপৌত্র অস্রীকামের পৌত্র হশূবের পুত্র শমরিয়;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 লেবীয় পরিবারের মধ্যে যাঁরা জেরুশালেমে বাস করতেন তাঁদের তালিকা নিম্নরূপ: শময়িয়র পিতা হশূব, তাঁর পিতা অস্রীকাম, তাঁর পিতা মরারির উত্তরপুরুষ হশবিয়।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 9:14
13 ক্রস রেফারেন্স  

লেবীয়দের প্রধান লোক হশবিয়, শেরেবিয়, ও কদ্‌মীয়েলের পুত্র যেশূয়, এবং তাহাদের সম্মুখস্থ ভ্রাতৃগণ ঈশ্বরের লোক দায়ূদের আজ্ঞানুসারে দলে দলে প্রশংসা ও স্তবগান করিতে নিযুক্ত হইল।


মীখা, রহোব, হশবিয়,


মরারি-সন্তানগণকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে রূবেণ-বংশ, গাদ-বংশ ও সবূলূন-বংশ হইতে গুলিবাঁট দ্বারা বারোটি নগর দত্ত হইল।


মরারির সন্তান- মহলি, তাঁহার পুত্র লিব্‌নি, তাঁহার পুত্র শিমিয়ি, তাঁহার পুত্র উষঃ,


মরারির সন্তান মহলি ও মূশি। আপন আপন পিতৃকুলানুসারে এই সকল লেবীয়দের গোষ্ঠী।


আপন আপন গোষ্ঠী অনুসারে লেবীয়দের মধ্যে এই সকল লোক গণিত হইল; গের্শোন হইতে গের্শোনীয় গোষ্ঠী, কহাৎ হইতে কহাতীয় গোষ্ঠী, মরারি হইতে মরারীয় গোষ্ঠী।


ইহারা ও ইহাদের ভ্রাতৃগণ এক সহস্র সাত শত ষাট জন; ইহারা আপন আপন পিতৃকুলের পতি এবং ঈশ্বরের গৃহের সেবাকর্ম সম্পাদনে অতি দক্ষ লোক।


আর বকবকর, হেরশ ও গালল, এবং আসফের প্রপৌত্র সিখ্রির পৌত্র মীখার পুত্র মত্তনিয়;


অষ্টাদশ হনানি; তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন।


দ্বারপালদের পালার কথা। কোরহীয়দের মধ্যে কোরির পুত্র মশেলিমিয় আসফ-বংশজাত লোক ছিল।


দায়ূদ রাজা এবং পিতৃকুলপতিরা অর্থাৎ সহস্রপতিগণ, শতপতিগণ ও সেনাপতিগণ যে সকল বস্তু পবিত্র করিয়াছিলেন, শলোমোৎ ও তাঁহার ভ্রাতৃগণ সেই সকল পবিত্রীকৃত বস্তুর কোষাধ্যক্ষ ছিলেন।


লেবীয় বংশজাত পিতৃকুলপতিদের নাম বংশাবলি-পুস্তকে ইলিয়াশীবের পুত্র যোহাননের সময় পর্যন্ত লিখিত হইল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন