Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 8:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

6 এহূদের সন্তানগণ এই। ইঁহারা গেবা-নিবাসীদের পিতৃকুলপতি, পরে ইঁহাদিগকে বন্দি করিয়া মানহতে লইয়া যাওয়া হইল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 এহূদের সন্তানেরা হল এই: এঁরা গেবা-নিবাসীদের পিতৃকুলপতি, পরে এঁদের বন্দী করে মানহতে নিয়ে যাওয়া হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 এহূদের এই বংশধররা গেবায় বসবাসকারী পরিবারগুলির কর্তা ছিলেন এবং তাদের নির্বাসিত করে মানহতে নিয়ে যাওয়া হল:

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6-7 এহুদের বংশতালিকা: নামান, অহিয় এবং গেরা। গেবা নিবাসী পরিবারগুলির এঁরাই ছিলেন প্রধান। কিন্তু পরে এঁরা বিতাড়িত হয়ে এই স্থান ত্যাগ করে মানহৎ-এ গিয়ে বসবাস করতে বাধ্য হন। উজ্জু ও অহিহুদের পিতা গেরা তাঁদের এই অভিযানে নেতৃত্ব করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 এহূদের সন্তানগণ এই। ইহাঁরা গেবা-নিবাসীদের পিতৃকুলপিত, পরে ইহাঁদিগকে বন্দি করিয়া মানহতে লইয়া যাওয়া হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6-7 নামান, অহিয় আর গেরা ছিলেন এহুদের উত্তরপুরুষ। এঁরা সকলেই গেবায় নিজেদের পরিবারের নেতা ছিলেন। উষঃ ও অহীহূদের পিতা গেরা এঁদের বাড়ি ছেড়ে মানহতে উঠে যেতে বাধ্য করেছিলেন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 8:6
11 ক্রস রেফারেন্স  

শল্‌মের সন্তান বৈৎলেহম ও নটোফাতীয়গণ, অট্রোৎ-বেৎযোয়াব, ও মনহতীয়দের অর্ধাংশ, সরায়ীয়।


আর যিদীয়েলের সন্তান বিল্‌হন; বিল্‌হনের সন্তান- যিয়ূশ, বিন্যামীন, এহূদ, কনানা, সেথন, তর্শীশ ও অহীশহর।


এবং বিন্যামীন-বংশ হইতে পরিসরের সহিত গেবা, পরিসরের সহিত আলেমৎ ও পরিসরের সহিত অনাথোৎ দেওয়া গেল, সর্বসুদ্ধ তাঁহাদের গোষ্ঠী অনুসারে তাঁহাদের তেরটি নগর হইল।


আর কিরিয়ৎ-যিয়ারীমের পিতা শোবলের পুত্র হরোয়া, মনূহোতের অর্ধাংশ।


হিষ্রোণের জ্যেষ্ঠ পুত্র যিরহমেলের এই সকল সন্তান; জ্যেষ্ঠ পুত্র রাম, পরে বূনা,


এহূদের মৃত্যুর পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, পুনর্বার তাহাই করিল।


বিন্যামীনের পুত্র বেলা, বেখর, অস্‌বেল, গেরা, নামন, এহী, রোশ, মুপ্‌পীম, হুপ্‌পীম ও অর্দ।


গেরা, শফূফন ও হূরম।


আর তিনি নামান, অহিয় ও গেরা, ইঁহাদিগকে বন্দি করিয়া লইয়া গেলেন; তাঁহার পুত্র উষঃ ও অহীহূদ।


আর বিন্যামীন বংশের অধিকার হইতে চারণভূমির সহিত গিবিয়োন, চারণভূমির সহিত গেবা,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন