Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 8:40 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

40 আর ঊলমের পুত্রগণ বলবান বীর ও ধনুর্ধর ছিল, এবং তাহাদের পুত্র পৌত্র অনেক ছিল, একশত পঞ্চাশ জন; ইহারা সকলে বিন্যামীন-সন্তান।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

40 আর ঊলমের পুত্ররা বলবান বীর ও তীরন্দাজ ছিল এবং তাদের পুত্র পৌত্র অনেক ছিল, এক শত পঞ্চাশ জন, এরা সকলে বিন্‌ইয়ামীন-সন্তান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

40 ঊলমের ছেলেরা এমন সাহসী যোদ্ধা ছিলেন, যারা ধনুক ব্যবহার করতে পারতেন। তাদের প্রচুর সংখ্যায় ছেলে ও নাতি ছিল—মোট 150 জন। এরা সবাই বিন্যামীনের বংশধর।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

40 উলমের পুত্রেরা ছিল বিখ্যাত যোদ্ধা ও তীরন্দাজ। তাঁর পুত্র ও পৌত্র ছিল সর্বমোট দেড়শো। উল্লিখিত ব্যক্তিরা সকলেই ছিলেন বিন্যামীন গোষ্ঠীর লোক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

40 আর ঊলমের পুত্রগণ বলবান বীর ও ধনুর্দ্ধর ছিল, এবং তাহাদের পুত্র পৌত্র অনেক ছিল, এক শত পঞ্চাশ জন; ইহারা সকলে বিন্যামীন-সন্তান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

40 ঊলমের পুত্ররা সকলেই ছিল বীর সৈনিক, তীর ধনুক চালাতে পারদর্শী। এদের সকলেরই অনেক অনেক পুত্র ও পৌত্র ছিল। সব মিলিয়ে মোট 150 জন পুত্র ও পৌত্র ছিল। এঁরা সকলেই বিন্যামীনের উত্তরপুরুষ।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 8:40
6 ক্রস রেফারেন্স  

আসার ঢাল ও বর্শাধারী অনেক সৈন্য ছিল, যিহূদার তিন লক্ষ ও বিন্যামীনের ঢাল ও ধনুর্ধারী দুই লক্ষ আশি সহস্র; তাহারা সকলে বলবান বীর ছিল।


তাঁহারা ধনুর্ধর এবং দক্ষিণ ও বাম উভয় হস্ত দ্বারা ফিঙ্গার প্রস্তর ও ধনুর্বাণ ক্ষেপণে নিপুণ ছিলেন; তাঁহারা শৌলের জ্ঞাতি বিন্যামীনীয় লোক ছিলেন।


ইহারা সকলে আৎসেলের সন্তান। আর তাহার ভ্রাতা এশকের সন্তান- জ্যেষ্ঠ পুত্র ঊলম, দ্বিতীয় যিয়ূশ ও তৃতীয় এলীফেলট।


এইরূপে সমস্ত ইস্রায়েলের বংশাবলি লিখিত হইল, আর দেখ, তাহা ইস্রায়েলের রাজগণের পুস্তকে লিখিত রহিয়াছে। পরে যিহূদার লোকেরা আপনাদের সত্যলঙ্ঘন প্রযুক্ত বন্দি হইয়া বাবিলে নীত হইল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন