Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 8:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

12 আর ইল্পালের সন্তান- এবর ও মিশিয়ম, এবং ওনো, লোদ ও তাহার উপনগর সকলের পত্তনকারী শেমদ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 আর ইল্পালের সন্তান এবর ও মিশিয়ম এবং ওনো, লোদ ও তার উপনগরগুলোর পত্তনকারী শেমদ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 ইল্পালের ছেলেরা: এবর, মিশিয়ম, শেমদ (যিনি চারপাশের গ্রাম সমেত ওনো ও লোদ নগর দুটি গেঁথে তুলেছিলেন),

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

12 এলপালের তিন পুত্র: এবর, মিশিয়ম ও শেমদ। ওনো ও লোদ জনপদ এবং তার সন্নিহিত সমস্ত গ্রামগুলির পত্তন করেছিলেন শেমদ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 আর ইল্পালের সন্তান এবর ও মিশিয়ম, এবং ওনো, লোদ ও তাহার উপনগর সকলের পত্তনকারী শেমদ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12-13 ইল্পালের পুত্রদের নাম ছিল এবর, মিশিয়ম, শেমদ, বরীয় আর শেমা। শেমদ, ওনো এবং লোদের শহরগুলি ও তার পার্শ্ববর্তী নগরগুলি গড়ে তুলেছিলেন। বরীয় আর শেমা অয়ালোনে বসবাসকারী পরিবারগুলোর নেতা ছিলেন এবং গাতে যাঁরা বাস করতেন তাঁদের তাঁরা উঠে যেতে বাধ্য করেছিলেন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 8:12
8 ক্রস রেফারেন্স  

লোদে ও ওনোতে, শিল্পকরদের উপত্যকাতে, বাস করিত।


লোদ, হাদীদ ও ওনোর সন্তান সাত শত একুশ জন।


তখন সন্‌বল্লট ও গেশম লোক দ্বারা আমার কাছে এই কথা বলিয়া পাঠাইল, আইস, আমরা ওনো সমস্থলীর কোন পল্লীগ্রামে একত্র হই। কিন্তু তাহারা আমার ক্ষতি করিতে মনস্থ করিয়াছিল।


লোদ, হাদীদ ও ওনোর সন্তান সাত শত পঁচিশ জন।


আর পিতর সকল স্থানে ভ্রমণ করিতে করিতে লুদ্দা-নিবাসী পবিত্রগণের নিকটেও গেলেন।


তাহাতে সে তৎক্ষণাৎ উঠিল। তখন লুদ্দা ও শারোণ-নিবাসী সমস্ত লোক তাহাকে দেখিতে পাইল, এবং তাহারা প্রভুর প্রতি ফিরিল।


আর হূশীমের গর্ভজাত তাঁহার পুত্র অহীটূব ও ইল্পাল।


এবং বরীয় ও শেমা; ইঁহারা অয়ালোন-নিবাসীদের পিতৃকুলপতি ছিলেন, আর ইঁহারা গাৎ-নিবাসীদিগকে দূর করিয়া দিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন