Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 7:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

5 আর ইষাখরের সমস্ত গোষ্ঠীর মধ্যে তাহাদের ভ্রাতৃগণ বলবান বীর ছিল, সর্বসুদ্ধ বংশাবলিক্রমে গণিত তাহাদের লোক সাতাশি সহস্র ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 আর ইষাখরের সমস্ত গোষ্ঠীর মধ্যে তাদের ভাইয়েরা বলবান বীর ছিল, সবসুদ্ধ বংশ-তালিকা অনুসারে গণনা-করা তাদের লোক সাতাশি হাজার ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 ইষাখরের সব বংশোদ্ভুক্ত যেসব আত্মীয়স্বজন তাদের বংশতালিকানুসারে যোদ্ধারূপে নথিভুক্ত হল, তাদের সংখ্যা মোট 87,000 জন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 ইষাখর গোষ্ঠীর সরকারী বংশতালিকায় সামরিক বৃত্তির উপযুক্ত সাতাশ হাজার লোকের নাম নথিভুক্ত হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 আর ইষাখরের সমস্ত গোষ্ঠীর মধ্যে তাহাদের ভ্রাতৃগণ বলবান বীর ছিল, সর্ব্বশুদ্ধ বংশাবলিক্রমে গণিত তাহাদের লোক সাতাশী সহস্র ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 পারিবারিক ইতিহাস অনুযায়ী ইষাখরের পরিবারগোষ্ঠীতে সব মিলিয়ে 87,000 বীর সৈনিক জন্মেছিলেন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 7:5
2 ক্রস রেফারেন্স  

ইঁহাদের সমকালে স্ব স্ব পিতৃকুলানুসারে ইঁহাদের সহিত যুদ্ধার্থ কতকগুলি সৈন্যদল ছিল, তাহাদের জনসংখ্যা ছত্রিশ সহস্র; কারণ তাহাদের অনেক স্ত্রী ও সন্তান ছিল।


বিন্যামীনের [সন্তান]- বেলা, বেখর, ও যিদীয়েল, এই তিন জন;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন