১ বংশাবলি 7:40 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)40 এই সকলে আশেরের সন্তান, আপন আপন পিতৃকুলের পতি, মনোনীত ও বলবান বীর, অধ্যক্ষদের মধ্যে প্রধান লোক ছিল। যুদ্ধে গমনকারীদের মধ্যে বংশাবলিক্রমে লিখিত ইহাদের জনসংখ্যা ছাব্বিশ সহস্র ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস40 এরা সকলে আশেরের সন্তান, নিজ নিজ পিতৃকুলের পতি, মনোনীত ও বলবান বীর, নেতাদের মধ্যে প্রধান লোক ছিল। যুদ্ধে গমনকারীদের মধ্যে বংশ-তালিকা অনুসারে এদের জনসংখ্যা ছাব্বিশ হাজার ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ40 এরা সবাই আশেরের বংশধর—পরিবারের কর্তা, বাছাই করা লোকজন, সাহসী যোদ্ধা ও অসামান্য নেতা। তাদের বংশতালিকায় যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত 26,000 জন যোদ্ধা নথিভুক্ত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 এরা সকলেই আশেরের বংশধর। এঁরা ছিলেন এদের পরিবারের প্রধান, বিখ্যাত নেতা ও যোদ্ধা। আশেরের বংশধরদের মধ্যে ছাব্বিশ হাজার নিপুণ যোদ্ধা ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 এই সকলে আশেরের সন্তান, আপন আপন পিতৃকুলের পতি, মনোনীত ও বলবান বীর, অধ্যক্ষদের মধ্যে প্রধান লোক ছিল। যুদ্ধে গমনকারীদের মধ্যে বংশাবলিক্রমে লিখিত ইহাদের জনসংখ্যা ছাব্বিশ সহস্র ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল40 আশেরের এই সমস্ত উত্তরপুরুষরা ছিলেন বীর যোদ্ধা ও তাঁদের পরিবারের নেতা এবং শ্রেষ্ঠ ব্যক্তি। এঁদের পরিবারের মোট যোদ্ধার সংখ্যা ছিল 26,000 জন। অধ্যায় দেখুন |