১ বংশাবলি 7:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 ইঁহাদের সমকালে স্ব স্ব পিতৃকুলানুসারে ইঁহাদের সহিত যুদ্ধার্থ কতকগুলি সৈন্যদল ছিল, তাহাদের জনসংখ্যা ছত্রিশ সহস্র; কারণ তাহাদের অনেক স্ত্রী ও সন্তান ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 এঁদের সমকালে স্ব স্ব পিতৃকুল অনুসারে এঁদের সঙ্গে যুদ্ধ করবার জন্য প্রস্তুত কতগুলো সৈন্যদল ছিল, তাদের জনসংখ্যা ছত্রিশ হাজার; কারণ তাদের অনেক স্ত্রী ও সন্তান ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তাদের পারিবারিক বংশতালিকানুসারে, তাদের কাছে 36,000 জন লোক যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল, কারণ তাদের অনেকগুলি স্ত্রী ও সন্তানসন্ততি ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 এঁদের স্ত্রী ও পুত্রকন্যাদের সংখ্যা এত বেশি ছিল যে এঁদের বংশ থেকে ছত্রিশ হাজার যোদ্ধা পাওয়া গিয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 ইহাঁদের সমকালে স্ব স্ব পিতৃকুলানুসারে ইহাঁদের সহিত যুদ্ধার্থ কতকগুলি সৈন্যদল ছিল, তাহাদের জনসংখ্যা ছত্রিশ সহস্র; কারণ তাহাদের অনেক স্ত্রী ও সন্তান ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তাঁদের বংশতালিকা থেকে জানতে পারা যায়, এই পরিবারে 36,000 সৈনিক ছিলেন। বহু বিবাহের কারণে এদের পরিবারের সদস্য সংখ্যা যথেষ্ট বেশি ছিল। অধ্যায় দেখুন |