১ বংশাবলি 7:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 আর তাঁহার কন্যা শীরা উচ্চতর ও নিম্নতর বৈৎ-হোরোণ ও উষেণ-শীরা পত্তন করাইলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর তাঁর কন্যা শীরা উচ্চতর ও নিম্নতর বৈৎ-হোরুন ও উষেণ-শীরা নির্মাণ করালেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 তাঁর মেয়ের নাম শীরা, যিনি নিম্নতর ও উচ্চতর বেথ-হোরোণ তথা উষেণ-শীরা গেঁথে তুলেছিলেন) অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 শীরা নামে ইফ্রয়িমের একটি কন্যা ছিল।তনি উচ্চ ও নিম্ন বেথ-হোরণ ও উষেন শীরা জনপদের পত্তন করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর তাঁহার কন্যা শীরা উচ্চতর ও নিম্নতর বৈৎ-হোরোণ ও উষেণ-শীরা পত্তন করাইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 ইফ্রয়িমের কন্যার নাম ছিল শীরা। তিনি উর্দ্ধ ও নিম্ন বৈৎ-হোরোণ এবং উষেণ শীরা পত্তন করেছিলেন। অধ্যায় দেখুন |