১ বংশাবলি 7:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 তখন তাহাদের পিতা ইফ্রয়িম অনেক দিন পর্যন্ত শোক করিলেন, এবং তাঁহার ভ্রাতৃগণ তাঁহাকে সান্ত্বনা করিতে আসিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তখন তাদের পিতা আফরাহীম অনেক দিন পর্যন্ত শোক করলেন এবং তার ভাইয়েরা তাঁকে সান্ত্বনা দিতে আসলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 তাদের বাবা ইফ্রয়িম অনেক দিন ধরে তাদের জন্য শোক করলেন, এবং তাঁর আত্মীয়স্বজন তাঁকে সান্তনা দিতে এসেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 এদের পিতা ইফ্রয়িম এদের জন্য অনেকদিন শোকাতুর ছিলেন, তাঁর আত্মীয় স্বজনেরা এসে তাঁকে সান্ত্বনা দিয়েছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তখন তাহাদের পিতা ইফ্রয়িম অনেক দিন পর্য্যন্ত শোক করিলেন, এবং তাহার ভ্রাতৃগণ তাঁহাকে সান্ত্বনা করিতে আসিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 এদের দুজনের পিতা ইফ্রয়িম পুত্রদের মৃত্যুশোকে অনেকদিন কান্নাকাটি করেছিলেন। তারপর তাঁর পরিবারের লোকরা এসে তাঁকে সান্ত্বনা দিলে অধ্যায় দেখুন |