১ বংশাবলি 7:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 তোলয়ের সন্তান উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্সম ও শমূয়েল, ইহারা তোলয়ের [বংশজাত], আপন আপন পিতৃকুলের পতি ও আপন আপন সমকালীন লোকদের মধ্যে বলবান বীর ছিল; দায়ূদের সময়ে তাহারা সংখ্যায় বাইশ সহস্র ছয়শত জন ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তোলয়ের সন্তান উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্সম ও শামুয়েল, এরা তোলয়ের বংশজাত, নিজ নিজ পিতৃকুলের প্রধান ও যার যার সমকালীন লোকদের মধ্যে বলবান বীর ছিল, দাউদের সময়ে তারা সংখ্যায় বাইশ হাজার ছয় শত জন ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 তোলয়ের ছেলেরা: উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিবসম ও শমূয়েল—তাদের পরিবারের কর্তা। দাউদের রাজত্বকালে, তোলয়ের যেসব বংশধর তাদের বংশতালিকানুসারে যোদ্ধারূপে নথিভুক্ত হল, তাদের সংখ্যা 22,600 জন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 তোলয়ের ছয় পুত্র: উষি, রফাথ, যিরিয়েল, যহ্ময়, যিবসম ও শমুয়েল। এঁরা ছিলেন তোলয় বংশের নেতা ও বিখ্যাত যোদ্ধা। রাজা দাউদের সময় এঁদের বংশধরদের সংখ্যা ছিল বাইশ হাজার ছয়শো। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তোলয়ের সন্তান উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্সম ও শমূয়েল, ইহারা তোলয়ের [বংশজাত], আপন আপন পিতৃকুলের পতি ও আপন আপন সমকালীন লোকদের মধ্যে বলবান বীর ছিল; দায়ূদের সময়ে তাহারা সংখ্যায় বাইশ সহস্র ছয় শত জন ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 তোলয়়ের পুত্ররা সকলেই তাদের পরিবারের নেতা ছিলেন। এদের নাম: উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্সম আর শমূয়েল। এঁরা এবং এঁদের উত্তরপুরুষদের সকলেই ছিলেন বীর সৈনিক। দায়ূদের রাজত্বের সময় এদের পরিবারে 22,600 সৈনিক ছিল। অধ্যায় দেখুন |