১ বংশাবলি 7:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 আর মাখীর হুপ্পীম ও শুপ্পীমের সম্বন্ধীয়া এক স্ত্রীকে বিবাহ করিল। আর তাহার ভগিনীর নাম মাখা। দ্বিতীয়ের নাম সলফাদ, সেই সলফাদের কয়েক জন কন্যা ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 আর মাখীর হুপ্পীম ও শুপ্পীমের আত্মীয় এক স্ত্রীকে বিয়ে করলো। আর তার বোনের নাম মাখা। দ্বিতীয়ের নাম সলফাদ, সেই সলফাদের কয়েকটি কন্যা ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 মাখীর হুপ্পিমীয় ও শুপ্পিমীয়দের মধ্যে থেকেই একজনকে স্ত্রী করে নিয়েছিলেন। তাঁর বোনের নাম মাখা। অন্য একজন বংশধরের নাম সলফাদ, যাঁর শুধু মেয়েই ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 মাখির গিলিয়দের জনক। মাখির হুপ্পিম ও সুপ্পিমের জন্য বউ খুঁজে এনেছিলেন। তাঁর বোনের নাম মাখা। মাখিরের দ্বিতীয় পুত্র সল্ফাদ। তাঁর শুধু কন্যাই ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আর মাখীর হুপ্পীম ও শুপ্পীমের সম্বন্ধীয়া এক স্ত্রীকে বিবাহ করিল। আর তাহার ভগিনীর নাম মাখা। দ্বিতীয়ের নাম সলফাদ, সেই সলফাদের কয়েকটী কন্যা ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 মাখীর হুপ্পীম আর শুপ্পীমের পরিবারের একজনকে বিয়ে করেছিলেন। মাখীরের বোনের নাম দেওয়া হয়েছিল মাখা। দ্বিতীয় পুত্রের নাম সলফাদ। তার শুধু কয়েকটি কন্যা সন্তান ছিল। অধ্যায় দেখুন |