১ বংশাবলি 6:80 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)80 এবং গাদ-বংশ হইতে পরিসরের সহিত গিলিয়দস্থ রামোৎ, পরিসরের সহিত মহনয়িম, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস80 এবং গাদবংশ থেকে চারণ-ভূমির সঙ্গে গিলিয়দস্থ রামোৎ, চারণ-ভূমির সঙ্গে মহনয়িম, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ80 এবং গাদ বংশ থেকে তারা পেয়েছিল গিলিয়দে অবস্থিত রামোৎ, মহনয়িম, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)80 গাদ গোষ্ঠীর এলাকায় রামোৎ-গিলিয়দ, মহনায়িম, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)80 এবং গাদবংশ হইতে পরিসরের সহিত গিলিয়দস্থ রামোৎ, পরিসরের সহিত মহনয়িম, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল80-81 মরারি পরিবারের সদস্যরা গাদ পরিবারগোষ্ঠীর কাছ থেকে পেয়েছিলেন গিলিয়দের রামোৎ, মহনয়িম, হিষ্বোণ, যাসের প্রমুখ শহরের নিকটবর্তী মাঠগুলো। অধ্যায় দেখুন |