Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 6:72 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

72 এবং ইষাখর-বংশ হইতে পরিসরের সহিত কেদশ, পরিসরের সহিত দাবরৎ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

72 এবং ইষাখরবংশ থেকে চারণ-ভূমির সঙ্গে কেদশ, চারণ-ভূমির সঙ্গে দাবরৎ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

72 ইষাখর বংশ থেকে তারা পেয়েছিল কেদশ, দাবরৎ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

72 ইষাখরের এলাকাভুক্ত কেদশ, দবরৎ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

72 এবং ইষাখরবংশ হইতে পরিসরের সহিত কেদশ, পরিসরের সহিত দাবরৎ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

72-73 এছাড়াও তাঁরা ইষাখর পরিবারগোষ্ঠীর কাছ থেকে কেদশ, দাবরত্‌, রামোৎ ও গন্নিম প্রমুখ শহর ও তার সংলগ্ন মাঠগুলো পেলেন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 6:72
7 ক্রস রেফারেন্স  

দবোরা কহিলেন, আমি অবশ্য তোমার সঙ্গে যাইব, কিন্তু এই যাত্রায় তোমার যশ হইবে না; কেননা সদাপ্রভু সীষরাকে একজন স্ত্রীলোকের হস্তে বিক্রয় করিবেন। পরে দবোরা উঠিয়া বারকের সহিত কেদশে গমন করিলেন।


আর নপ্তালি বংশের অধিকার হইতে চারণভূমির সহিত নরহন্তার আশ্রয়-নগর গালীলস্থ কেদশ, এবং চারণভূমির সহিত হম্মোৎ-দোর, ও চারণভূমির সহিত কর্তন, এই তিনটি নগর দিল।


কেদশ, ইদ্রিয়ী, ঐন্‌-হাৎসোর,


আর সারীদ হইতে পূর্বদিকে, সূর্যোদয় দিকে, ফিরিয়া কিশ্‌লোৎ-তাবোরের সীমা পর্যন্ত গেল; পরে দাবরৎ পর্যন্ত নির্গত হইয়া যাফিয়ে উঠিয়া গেল।


আর গের্শোম-সন্তানগণকে মনঃশির অর্ধবংশের গোষ্ঠী হইতে পরিসরের সহিত বাশনস্থ গোলন ও পরিসরের সহিত অষ্টারোৎ;


পরিসরের সহিত রামোৎ ও পরিসরের সহিত আনেম;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন