Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 6:59 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

59 পরিসরের সহিত আশন, পরিসরের সহিত বৈৎশেমশ;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

59 চারণ-ভূমির সঙ্গে আশন, চারণ-ভূমির সঙ্গে বৈৎশেমশ;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

59 আশন, যুটা ও বেত-শেমশ, এবং সেই নগরগুলির চারণভূমিও তাদের দেওয়া হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

59 পরিসরের সহিত দবীর, পরিসরের সহিত আশন, পরিসরের সহিত বৈৎশেমশ;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

59 আশন, বৈৎ‌শেমশ প্রমুখ শহর ও তার পার্শ্ববর্তী মাঠগুলি তাঁদের দেওয়া হয়েছিল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 6:59
8 ক্রস রেফারেন্স  

চারণভূমির সহিত ঐন্‌, চারণভূমির সহিত যুটা ও চারণভূমির সহিত বৈৎ-শেমশ, ঐ দুই বংশের অধিকার হইতে এই নয়টি নগর দিল।


আর সে মিসর দেশীয় সূর্যপুরীর স্তম্ভ সকল ভাঙ্গিয়া ফেলিবে, ও মিসরস্থ দেবালয় সকল আগুনে পোড়াইয়া দিবে।


আর তাহাদের গ্রাম ঐটম, ঐন, রিম্মোণ, তোখেন ও আশন, পাঁচ নগর;


পরে সেই সীমা বালা হইতে সেয়ীর পর্বত পর্যন্ত পশ্চিম দিকে ঘুরিয়া যিয়ারীম পর্বতের উত্তর পার্শ্ব অর্থাৎ কসালোন পর্যন্ত গেল; পরে বৈৎ-শেমশে অধোগামী হইয়া তিম্নার নিকট দিয়া গেল।


পরিসরের সহিত হিলেন, পরিসরের সহিত দবীর,


এবং বিন্যামীন-বংশ হইতে পরিসরের সহিত গেবা, পরিসরের সহিত আলেমৎ ও পরিসরের সহিত অনাথোৎ দেওয়া গেল, সর্বসুদ্ধ তাঁহাদের গোষ্ঠী অনুসারে তাঁহাদের তেরটি নগর হইল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন