১ বংশাবলি 6:57 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)57 আর হারোণ-সন্তানগণকে আশ্রয়-নগর হিব্রোণ, আর পরিসরের সহিত লিব্না, এবং যত্তীর ও পরিসরের সহিত ইষ্টিমোয়, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস57 আর হারুন-সন্তানদেরকে আশ্রয়-নগর হেবরন, আর চারণ-ভূমির সঙ্গে লিব্না এবং যত্তীর ও চারণ-ভূমির সঙ্গে ইষ্টিমোয়, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ57 অতএব হারোণের বংশধরদের দেওয়া হল হিব্রোণ (এক আশ্রয়-নগর), ও লিব্না, যত্তীর, ইষ্টিমোয়, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)57-59 নিম্নলিখিত জনপদগুলি হারোণের বংশধরদের দেওয়া হয়েছিল: অভয় নগর হিব্রোণ, যত্তির, লিবনার সমস্ত জনপদ, ইষ্টিমোয়, হিলেন, দবির, আসন এবং বেথশেমেশ ও তার চারপাশের চারণভূমি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)57 আর হারোণ-সন্তানগণকে আশ্রয়-নগর হিব্রোণ, আর পরিসরের সহিত লিব্না, এবং যত্তীর ও পরিসরের সহিত ইষ্টিমোয়, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল57 হারোণের উত্তরপুরুষদের হিব্রোণ, নিরাপত্তার শহর দেওয়া হয়। লিব্না, যত্তীর, ইষ্টিমোয়, অধ্যায় দেখুন |