১ বংশাবলি 6:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 সেই নিযুক্ত লোকেরা ও তাঁহাদের সন্তানগণ এই- কহাতীয়দের সন্তানগণের মধ্যে- হেমন গায়ক, তিনি যোয়েলের পুত্র; ইনি শমূয়েলের পুত্র, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 সেই নিযুক্ত লোকেরা ও তাঁদের সন্তানরা এই— কহাতীয়দের সন্তানদের মধ্যে হেমন গায়ক, তিনি যোয়েলের পুত্র; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 এরা সেইসব লোক, যারা তাদের ছেলেদের সঙ্গে নিয়ে সেবাকাজ করে গেলেন: কহাতীয়দের মধ্যে থেকে: গায়ক হেমন, তিনি যোয়েলের ছেলে, তিনি শমূয়েলের ছেলে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 এই কাজে যারা নিযুক্ত হয়েছিল তাদের বংশতালিকা: কহাৎ গোষ্ঠী: যোয়েলর পুত্র হেমন, ইনি প্রথম গায়কদলের পরিচালক। যাকোব পর্যন্ত তাঁর ঊর্ধ্বতন পূর্বপুরুষদের তালিকা: হেমন, যোয়েল, শমুয়েল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 সেই নিযুক্ত লোকেরা ও তাঁহাদের সন্তানগণ এই; কহাতীয়দের সন্তানগণের মধ্যে—হেমন গায়ক, তিনি যোয়েলের পুত্র; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 এঁরা হলেন কহাতের পরিবারের: যোয়েলের পুত্র গায়ক হেমন, যোয়েলের পিতা শমূয়েল, অধ্যায় দেখুন |