Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 6:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

19 মরারির সন্তান মহলি ও মূশি। আপন আপন পিতৃকুলানুসারে এই সকল লেবীয়দের গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 মরারির সন্তান মহলি ও মূশি। নিজ নিজ পিতৃকুল অনুসারে এসব লেবীয়দের গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 মরারির ছেলেরা: মহলি ও মূশি। পূর্বপুরুষদের কুলানুসারে এরাই লেবীয়দের নথিভুক্ত বংশধর:

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 মরারির দুই পুত্র: মাহ্‌লি ও মুশি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 মরারির সন্তান মহলি ও মূশি। আপন আপন পিতৃকুলানুসারে এই সকল লেবীয়দের গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 মরারির দুই পুত্রের নাম মহলি আর মূশি। পিতৃপুরুষদের নামানুসারে লেবীয় পরিবারের তালিকা নিম্নরূপ:

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 6:19
9 ক্রস রেফারেন্স  

মরারির পুত্র মহলি ও মূশি। মহলির পুত্র ইলিয়াসর ও কীশ।


মরারির পুত্র মহলি ও মূশি; যাসিয়ের পুত্র বিনো।


আর আপন আপন গোষ্ঠী অনুসারে মরারির সন্তানদের নাম মহলি ও মূশি। এই সকলে স্ব স্ব পিতৃকুলানুসারে লেবীয়দের গোষ্ঠী।


মরারির সন্তান মহলি ও মূশি; ইহারা বংশাবলি অনুসারে লেবির গোষ্ঠী।


মরারি হইতে মহলীয় গোষ্ঠী ও মূশীয় গোষ্ঠী উৎপন্ন হইল; ইহারা মরারীয়দের গোষ্ঠী।


আর কহাতের সন্তান অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল।


গের্শোমের [সন্তান]; তাঁহার পুত্র লিব্‌নি, তাঁহার পুত্র যহৎ, তাঁহার পুত্র সিম্ম,


অহীটূবের পুত্র সাদোক, সাদোকের পুত্র শল্লুম,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন