Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 6:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

13 শল্লুমের পুত্র হিল্কিয়, হিল্কিয়ের পুত্র অসরিয়,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 শল্লুমের পুত্র হিল্কিয়, হিল্কিয়ের পুত্র অসরিয়,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 শল্লুম হিল্কিয়ের বাবা, হিল্কিয় অসরিয়ের বাবা,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 হিল্কিয়, অসরিয়

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 শল্লুমের পুত্র হিল্কিয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 শল্লুমের পুত্রের নাম হিল্কিয়, হিল্কিয়র পুত্রের নাম অসরিয়,

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 6:13
10 ক্রস রেফারেন্স  

আর তাঁহার অধ্যক্ষগণ ইচ্ছাপূর্বক লোকদিগকে, যাজকদিগকে ও লেবীয়দিগকে দান করিলেন। হিল্কিয়, সখরিয় ও যিহীয়েল, ঈশ্বরের গৃহের এই অধ্যক্ষেরা যাজকদিগকে নিস্তারপর্বীয় বলির জন্য দুই সহস্র ছয়শত [মেষাদির বৎস] ও তিনশত বৃষ দিলেন।


তুমি হিল্কিয় মহাযাজকের নিকটে গিয়া, সদাপ্রভুর গৃহে যে টাকা আনীত হইয়াছে, দ্বারপালেরা লোকদের নিকট হইতে যাহা সংগ্রহ করিয়াছে, তাহা প্রস্তুত রাখিতে বল।


পরে তাঁহারা রাজাকে আহ্বান করিলে হিল্কিয়ের পুত্র ইলিয়াকীম নামে রাজবাটীর অধ্যক্ষ, শিব্‌ন লেখক ও আসফের পুত্র যোয়াহ নামক ইতিহাস-রচক বাহির হইয়া তাঁহাদের কাছে গেলেন।


অহীটূবের পুত্র সাদোক, সাদোকের পুত্র শল্লুম,


অসরিয়ের পুত্র সরায় ও সরায়ের পুত্র যিহোষাদক।


যিহূদা-রাজ সিদিকিয় বাবিলে, বাবিল-রাজ নবূখদ্‌নিৎসরের নিকটে, ইঁহাদিগকে পাঠাইয়াছিলেন। সেই পত্রে এই কথা ছিল।


তাঁহার জ্যেষ্ঠ পুত্রের নাম যোয়েল, দ্বিতীয় পুত্রের নাম অবিয়; তাহারা বের্‌-শেবাতে বিচার করিত।


আর কহাতের সন্তান অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন