Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 6:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

1 লেবির সন্তান- গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 লেবির সন্তান গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 লেবির ছেলেরা: গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 লেবীর তিন পুত্র: গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 লেবির সন্তান—গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 লেবির পুত্রদের নাম ছিল: গের্শোন, কহাৎ‌ আর মরারি।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 6:1
10 ক্রস রেফারেন্স  

বংশাবলি অনুসারে লেবির পুত্রদের নাম গের্শোন, কহাৎ ও মরারি; লেবির বয়স একশত সাঁইত্রিশ বৎসর হইয়াছিল।


লেবির পুত্র গের্শোন, কহাৎ ও মরারি।


আর দায়ূদ তাহাদিগকে গের্শোন, কহাৎ ও মরারি, লেবির এই পুত্রদের বংশানুসারে নানা পালায় বিভক্ত করিলেন।


আপন আপন গোষ্ঠী অনুসারে লেবীয়দের মধ্যে এই সকল লোক গণিত হইল; গের্শোন হইতে গের্শোনীয় গোষ্ঠী, কহাৎ হইতে কহাতীয় গোষ্ঠী, মরারি হইতে মরারীয় গোষ্ঠী।


গের্শোমের [সন্তান]; তাঁহার পুত্র লিব্‌নি, তাঁহার পুত্র যহৎ, তাঁহার পুত্র সিম্ম,


লেবির সন্তান- গের্শোম, কহাৎ ও মরারি।


লেবির সন্তানদের নাম গের্শোন, কহাৎ ও মরারি।


কহাতের সন্তান- অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল।


আর সীনয় প্রান্তরে সদাপ্রভু মোশিকে কহিলেন,


আর আমাদের উপরে আমাদের ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় তাহারা আমাদের নিকটে ইস্রায়েলের পুত্র লেবির বংশজাত মহলির সন্তানদের মধ্যে একজন প্রবীণকে, আর শেরেবিয়কে এবং তাহার পুত্র ও ভ্রাতৃগণ আঠার জনকে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন