১ বংশাবলি 5:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 যোয়েলের সন্তান- তাহার পুত্র শিময়িয়, তাহার পুত্র গোগ, তাহার পুত্র শিমিয়ি; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 যোয়েলের সন্তান— তার পুত্র শিময়িয়, তার পুত্র গোগ, তার পুত্র শিমিয়ি; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 যোয়েলের বংশধরেরা: তাঁর ছেলে শিময়িয়, তাঁর ছেলে গোগ, তাঁর ছেলে শিমিয়ি, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4-6 যোয়েলের বংশ: শিমাইয়, গোগ শিমিয়ি, মীখা, রায়া, বেল এবং বেরাহ। আসিরিয়ার সম্রাট তিগ্লাৎ-পিলেশর রূবেণ গোষ্ঠীর নায়ক বেরাহ্কে বন্দী করে নির্বাসিত করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 যোয়েলের সন্তান—তাহার পুত্র শিময়িয়, তাহার পুত্র গোগ, তাহার পুত্র শিমিয়ি; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 যোয়েলের উত্তরপুরুষদের তালিকা নিম্নরূপ: যোয়েলের পুত্রের নাম শিময়িয়, শিময়িয়র পুত্রের নাম গোগ, গোগের পুত্রের নাম শিমিয়ি, অধ্যায় দেখুন |