১ বংশাবলি 5:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 তাহারা গিলিয়দের বাশনে ও তথাকার উপনগর সকলে এবং তাহাদের সীমা পর্যন্ত শারোণের সমস্ত পরিসরে বাস করিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তারা গিলিয়দের বাশনে ও সেখানকার উপনগরগুলো এবং তাদের সীমা পর্যন্ত শারোণের সমস্ত পরিসরে বাস করতো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 গাদ বংশীয় লোকেরা গিলিয়দে, বাশনে ও সেখানকার প্রত্যন্ত গ্রামগুলিতে, ও শারোণের সব চারণভূমি পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে বসবাস করতেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 এরা বাশান ও গিলিয়দ প্রদেশের নগরগুলিতে ও শারোণের তৃণভূমিতে বাস করত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তাহারা গিলিয়দে বাশনে ও তাথাকার উপনগর সকলে এবং তাহাদের সীমা পর্য্যন্ত শারোণের সমস্ত পরিসরে বাস করিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 গাদ পরিবারগোষ্ঠীর লোকরা গিলিয়দ অঞ্চলে বসবাস করত। এঁরা বাশন ও বাশনের পার্শ্ববর্তী ছোট খাটো শহর থেকে সীমান্তে শারোণ পর্যন্ত সমস্ত সমভূমিতে বসতি স্থাপন করেছিলেন। অধ্যায় দেখুন |