১ বংশাবলি 5:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 আর শৌলের সময়ে তাহারা হাগরীয়দের সহিত যুদ্ধ করিল এবং ইহারা তাহাদের হস্তে নিপাতিত হইল; আর তাহারা ইহাদের তাম্বুতে গিলিয়দের পূর্বদিকে সর্বত্র বসতি করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আর তালুতের সময়ে তারা হাগরীয়দের সঙ্গে যুদ্ধ করলো এবং এরা তাদের হাতে পরাজিত হল; আর তারা এদের তাঁবুতে গিলিয়দের পূর্ব দিকে সর্বত্র বসতি করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 শৌলের রাজত্বকালে তারা সেই হাগরীয়দের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলেন, যারা তাদের হাতে পরাজিত হল; গিলিয়দের পূর্বদিকে গোটা এলাকা জুড়ে তারা হাগরীয়দের বাসস্থানগুলি দখল করে নিয়েছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 রাজা শৌলের রাজত্বকালে রূবেণ গোষ্ঠীর লোকেরা হগরাতী উপজাতির লোকদের আক্রমণ করে এবং যুদ্ধে বধ করে গিলিয়দ প্রদেশের পূর্বাঞ্চলে তাদের বাসভূমি দখল করে নেয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 আর শৌলের সময়ে তাহারা হাগরীয়দের সহিত যুদ্ধ করিল, এবং ইহারা তাহাদের হস্তে নিপাতিত হইল; আর তাহারা ইহাদের তাম্বুতে গিলিয়দের পূর্ব্বদিকে সর্ব্বত্র বসতি করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 শৌলের রাজত্ব কালে, বেলার লোকরা হাগরীয়দের সঙ্গে যুদ্ধ করে, তাঁদের হারিয়ে তাঁদের তাঁবুতে বসবাস করতে শুরু করেন এবং গিলিয়দের পূর্বপ্রান্ত পর্যন্ত অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করেন। অধ্যায় দেখুন |