১ বংশাবলি 4:40 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)40 তাহারা বহু তৃণযুক্ত উত্তম চরাণি পাইল, আর সেই দেশ প্রশস্ত, প্রশান্ত ও নির্বিরোধ ছিল; কারণ হাম বংশীয়েরা পূর্বে সেই স্থানে বাস করিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস40 তারা বহু ঘাসসহ উত্তম চরাণ ক্ষেত পেল, আর সে দেশ প্রশস্ত, প্রশান্ত ও নির্বিরোধ ছিল; কারণ হাম বংশীয়েরা আগে সেই স্থানে বাস করতো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ40 তারা উর্বর, উপযুক্ত চারণভূমির সন্ধান পেয়েছিলেন, এবং সেই দেশটি ছিল সুপরিসর, শান্তিপূর্ণ ও নির্জন। আগে সেখানে হাম বংশীয় কিছু লোকজন বসবাস করত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 এখানে তারা পেয়েছিল বিরাট এক উন্মুক্ত উর্বর চারণক্ষেত্র। সেখানকার পরিবেশ ছিল শান্ত ও নিরুপদ্রব। হামাতী উপজাতির লোকেরা আগে এখানে বাস করত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 তাহারা বহুতৃণযুক্ত উত্তম চরাণি পাইল, আর সে দেশ প্রশস্ত, প্রশান্ত ও নির্ব্বিরোধ ছিল; কারণ হাম বংশীয়েরা পূর্ব্বে সেই স্থানে বাস করিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল40 এভাবে খুঁজতে খুঁজতে তারা উর্বর সবুজ ও শান্তিপূর্ণ জমি খুঁজে পেলো। হামের উত্তরপুরুষরা অতীতে সেখানে বসবাস করতেন। অধ্যায় দেখুন |