Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 4:39 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

39 তাহারা তাহাদের পশুপালের জন্য চরাণির সন্ধানে গদোরের প্রবেশস্থানে উপত্যকার পূর্বপার্শ্ব পর্যন্ত গেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

39 তারা তাদের পশুপালের জন্য চরাণির সন্ধানে গদোরের প্রবেশ স্থানে উপত্যকার পূর্বপার্শ্ব পর্যন্ত গেল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

39 এবং তাদের পশুপালের জন্য চারণভূমির সন্ধান করতে করতে তারা উপত্যকার পূর্বদিকে গদোরের প্রান্তদেশ পর্যন্ত চলে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

39 তারা পশ্চিমে গেরার জনপদ পর্যন্ত ছড়িয়ে পড়ল। ঐ জনপদের পূর্বদিকে তারা তাদের মেষপাল চরাত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

39 তাহারা আপনাদের পশুপালের জন্য চরাণির অন্বেষণে গদোরের প্রবেশস্থানে উপত্যকার পূর্ব্বপার্শ্ব পর্য্যন্ত গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

39 তারা তাদের মেষ ও গবাদি পশুর জন্য চারণভূমির খোঁজে উপত্যকার পূর্বদিকে গদোরের বহিরাঞ্চলে চলে গেল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 4:39
7 ক্রস রেফারেন্স  

আর তাহার যিহূদীয়া স্ত্রী গদোরের পিতা যেরদকে, সোখোর পিতা হেবরকে, ও সানোহের পিতা যিকুথীয়েলকে প্রসব করিল। উহারা ফরৌণের কন্যা বিথিয়ার সন্তান, যাহাকে মেরদ বিবাহ করিয়াছিল।


আর গাদোরের পিতা পনূয়েল, ও হূশের পিতা এসর। ইহারা বৈৎলেহমের পিতা ইফ্রাথার জ্যেষ্ঠ পুত্র হূরের সন্তান।


হল্‌হূল, বৈৎ-সূর, গদোর,


দবীরের এক রাজা, গেদরের এক রাজা,


স্ব স্ব নামে উল্লিখিত এই লোকেরা আপন আপন গোষ্ঠীর মধ্যে অধ্যক্ষ ছিল, এবং ইহাদের সকল পিতৃকুল অতিশয় বৃদ্ধি পাইল।


তাহারা বহু তৃণযুক্ত উত্তম চরাণি পাইল, আর সেই দেশ প্রশস্ত, প্রশান্ত ও নির্বিরোধ ছিল; কারণ হাম বংশীয়েরা পূর্বে সেই স্থানে বাস করিত।


আর গদোর-নিবাসী যিরোহমের পুত্র যোয়েলা ও সবদিয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন