Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 4:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

34 আর মশোবব, যম্লেক, অমৎসিয়ের পুত্র যোশঃ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 আর মশোবর, যম্লেক, অমৎসিয়ের পুত্র যোশঃ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 মশোবব, যম্লেক, অমৎসিয়ের ছেলে যোশঃ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

34-38 নিম্নলিখিত ব্যক্তিরা ছিলেন এদের গোষ্ঠীপতি: মেশোবাব, যামলেক, অমৎসিয়র পুত্র যোশাহ্, যেহু (যোশিবিয়ার পুত্র, সেরাইয়াহ্-র পৌত্র ও অসিয়েলের প্রপৌত্র), এলিওয়েনাই, যাকোবাহ্, যিশোহাই, অসাই, অদিয়েল, যিসিসিয়েল, বেনয়, সিস (শিফির পুত্র, আল্লোনের পৌত্র, যেদাইয়া, শিম্রি ও শেমাইয়াহ্-এর বংশধর।) এদের বংশ ক্রমাগত বাড়তে থাকায়

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 আর মশোবব, যম্লেক, অমৎসিয়ের পুত্র যোশঃ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34-38 মশোবব, যম্লেক, অমৎসিয়ের পুত্র যোশঃ, যোয়েল, যোশিবিয়র পুত্র যেহূ, সরায়ের পুত্র যোশিবিয়, অসীয়েলের পুত্র সরায়, ইলিয়ৈনয়, যাকোবা, যিশোহায়, অসায়, অদীয়েল, যিশীমীয়েল, বনায়, অলোনের পৌত্র ও শিফির পুত্র সীষঃ প্রমুখ ছিলেন এইসব পরিবারগোষ্ঠীর প্রধান ও নেতা। আলোন ছিলেন যিদয়িয়র পুত্র এবং শিম্রির নাতি। আবার শিম্রি ছিলেন শময়িয়ের পুত্র। এই লোকদের পরিবার অতিশয় বৃদ্ধি পেল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 4:34
3 ক্রস রেফারেন্স  

আর বাল পর্যন্ত এই সকল নগরের চতুর্দিকস্থিত সমস্ত গ্রাম তাহাদের ছিল। এই সকল তাহাদের নিবাস স্থান, আর তাহাদের নিজ বংশাবলি আছে।


আর যোয়েল এবং অসীয়েলের সন্তান সরায়ের সন্তান যোশিবিয়ের সন্তান যেহূ;


যিহূদার হিষ্কিয় রাজার সময়ে স্ব স্ব নামে লিখিত ঐ লোকেরা গিয়া সেই লোকদের তাম্বু ও তথায় প্রাপ্ত মিয়ূনীয়দের আঘাত করিয়া নিঃশেষে বিনষ্ট করিল; অদ্যাপি সেইরূপ আছে; পরে তাহারা উহাদের পরিবর্তে বসতি করিল, কেননা সেই স্থানে তাহাদের পালের জন্য চরাণি ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন