১ বংশাবলি 4:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 আর এই সকল ঐটমের পিতার সন্তান- যিষ্রিয়েল, যিশ্মা, যিদ্বশ; তাঁহাদের ভগিনীর নাম হৎসলিল-পোনী। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 আর এসব ঐটমের পিতার সন্তান— যিষ্রিয়েল, যিশ্মা, যিদ্বশ; তাঁদের বোনের নাম হৎসলিল-পোনী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 এরা ঐটমের ছেলে: যিষ্রিয়েল, যিশ্মা ও যিদবশ। তাদের বোনের নাম হৎসলিল-পোনী। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3-4 কালেব ও তাঁর স্ত্রী এফ্রাতের জ্যেষ্ঠপুত্র হুর। এঁর বংশধরেরা বেথলেহেম জনপদের পত্তন করেছিল। হুর-এর তিন পুত্র: ঐটম, পনুয়েল ও এষর। ঐটমের তিন পুত্র যিষ্রিয়েল, যিশ্মা ও যিদবস এবং এক কন্যা হৎসলিন-পোনি। পনুয়েল গেদর নগর এবং হৎসলিন এষর হুশাহ্ নগর পত্তন করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আর এই সকল ঐটমের পিতার সন্তান—যিষ্রিয়েল, যিশ্মা, যিদ্বশ; তাঁহাদের ভগিনীর নাম হৎসলিল-পোনী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 ঐটমের পুত্রদের নাম: যিষ্রিয়েল, যিশ্মা ও যিদ্বশ। এদের বোনের নাম ছিল হৎসলিল-পোনী। অধ্যায় দেখুন |