১ বংশাবলি 4:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 ইহারা কুম্ভকার ছিল, এবং নতায়ীমে ও গদেরায় বাস করিত; তাহারা রাজকার্য করিবার জন্য সেই স্থানে তাঁহার নিকটে বাস করিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 এরা কুমার ছিল এবং নতায়ীমে ও গদেরায় বাস করতো; তারা রাজকার্য করার জন্য সেই স্থানে তাঁর কাছে বাস করতো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 তারা সেইসব কুমোর, যারা নতায়ীম ও গদেরায় বসবাস করত; তারা সেখানে থাকত ও রাজার জন্য কাজ করত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 এরা রাজার অধীনে কুমোরের কাজ করত এবং নটায়িম ও গদেরা জনপদে বাস করত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 এ অতি পুরাতন কথা। ইহারা কুম্ভকার ছিল, এবং নতায়ীমে ও গদেরায় বাস করিত; তাহারা রাজার কার্য্য করণার্থে তথায় তাঁহার নিকটে বাস করিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 শেলার বংশধররা মাটির জিনিষপত্র বানাতেন। এঁরা নতায়ীম ও গদেরায় বাস করতেন ও সেখানকার রাজাদের জন্য কাজ করতেন। অধ্যায় দেখুন |