Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 4:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

22 আর যোকীম ও কোষেবার লোক এবং যোয়াশ ও সারফ নামে মোয়াবের দুই শাসনকর্তা, ও যাশূবিলেহম। এ অতি পুরাতন কথা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 আর যোকীম ও কোষেবার লোক এবং যোয়াশ ও সারফ নামে যোয়াবের দুই শাসনকর্তা ও যাশূবিলেহম। এই অতি পুরানো কথা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 যোকীম, কোষেবার লোকজন, এবং সেই যোয়াশ ও সারফ, যারা মোয়াবে রাজত্ব করতেন এবং যাশূবি-লেহম। (এই নথিগুলি প্রাচীনকালে সংগৃহীত)

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 যকিম ও তাঁর সন্তান-সন্ততিরা বাস করত কসেবা জনপদে। যোয়াশ এবং সারফ মোয়াবী কন্যাকে বিবাহ করে বেথলেহেমে বসতি স্থাপন করে। (এদের বংশধারা খুবই পুরাতন)।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 আর যোকীম ও কোষেবার লোক এবং যোয়াশ ও সারফ নামে মোয়াবের দুই শাসনকর্ত্তা, ও যাশূবিলেহম।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 4:22
2 ক্রস রেফারেন্স  

যিহূদার পুত্র শেলার সন্তান- লেকার পিতা এর, ও মারেশার পিতা লাদা এবং অসবেয়ের কুলজাত যে লোকেরা মসীনাবস্ত্র বুনিত, তাহাদের সকল গোষ্ঠী,


ইহারা কুম্ভকার ছিল, এবং নতায়ীমে ও গদেরায় বাস করিত; তাহারা রাজকার্য করিবার জন্য সেই স্থানে তাঁহার নিকটে বাস করিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন