Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 4:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

2 আর শোবলের সন্তান রায়া, রায়ার সন্তান যহৎ ও যহতের সন্তান অহূময় ও লহদ; এই সকল সরাথীয় গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আর শোবলের সন্তান রায়া, রায়ার সন্তান যহৎ ও যহতের সন্তান অহূময় ও লহদ; এসব সরাথীয় গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 শোবলের ছেলে রায়া যহৎ-এর বাবা, এবং যহৎ অহূময় ও লহদের বাবা। এরাই সরাথীয় বংশ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 শোবলের পুত্র রায়া, তাঁর পুত্র যহৎ, তাঁর পুত্র অহুমই ও লহদ। এঁরা ছিলেন সরাহ্ নিবাসীদের পূর্বপুরুষ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আর শোবলের সন্তান রায়া, রায়ার সন্তান যহৎ ও যহতের সন্তান অহূময় ও লহদ; এই সকল সরাথীয় গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 শোবলের পুত্রের নাম রায়া, রায়ার পুত্রের নাম যহত্ আর যহতের দুই পুত্রের নাম ছিল অহূময় ও লহদ। সরাথীয়রা অহূময় ও লহদের উত্তরপুরুষ ছিল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 4:2
5 ক্রস রেফারেন্স  

আর সদাপ্রভুর আত্মা প্রথমে সরার ও ইষ্টায়োলের মধ্যস্থানে, মহনেদানে, তাঁহাকে চালাইতে লাগিলেন।


নিম্নভূমিতে ইষ্টায়োল, সরা, অশ্‌না,


যিহূদার-সন্তান- পেরস, হিষ্রোণ, কর্মী, হূর ও শোবল।


আর এই সকল ঐটমের পিতার সন্তান- যিষ্রিয়েল, যিশ্মা, যিদ্‌বশ; তাঁহাদের ভগিনীর নাম হৎসলিল-পোনী।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন