১ বংশাবলি 4:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 আর শোবলের সন্তান রায়া, রায়ার সন্তান যহৎ ও যহতের সন্তান অহূময় ও লহদ; এই সকল সরাথীয় গোষ্ঠী। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 আর শোবলের সন্তান রায়া, রায়ার সন্তান যহৎ ও যহতের সন্তান অহূময় ও লহদ; এসব সরাথীয় গোষ্ঠী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 শোবলের ছেলে রায়া যহৎ-এর বাবা, এবং যহৎ অহূময় ও লহদের বাবা। এরাই সরাথীয় বংশ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 শোবলের পুত্র রায়া, তাঁর পুত্র যহৎ, তাঁর পুত্র অহুমই ও লহদ। এঁরা ছিলেন সরাহ্ নিবাসীদের পূর্বপুরুষ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আর শোবলের সন্তান রায়া, রায়ার সন্তান যহৎ ও যহতের সন্তান অহূময় ও লহদ; এই সকল সরাথীয় গোষ্ঠী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 শোবলের পুত্রের নাম রায়া, রায়ার পুত্রের নাম যহত্ আর যহতের দুই পুত্রের নাম ছিল অহূময় ও লহদ। সরাথীয়রা অহূময় ও লহদের উত্তরপুরুষ ছিল। অধ্যায় দেখুন |