Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 4:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

18 আর তাহার যিহূদীয়া স্ত্রী গদোরের পিতা যেরদকে, সোখোর পিতা হেবরকে, ও সানোহের পিতা যিকুথীয়েলকে প্রসব করিল। উহারা ফরৌণের কন্যা বিথিয়ার সন্তান, যাহাকে মেরদ বিবাহ করিয়াছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 আর তার ইহুদীয়া স্ত্রী গদোরের পিতা ইয়ারুদ, সোখোর পিতা হেবর ও সানোহের পিতা যিকুথীয়েলকে প্রসব করলো। ওরা ফেরাউনের কন্যা বিথিয়ার সন্তান, যাকে মেরদ বিয়ে করেছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 তাঁর যিহূদাবংশীয়া স্ত্রী গদোরের বাবা যেরদকে, সোখোর বাবা হেবরকে, এবং সানোহের বাবা যিকুথিয়েলকে জন্ম দিলেন এরা সবাই ফরৌণের মেয়ে সেই বিথিয়ার সন্তান, যাঁকে মেরদ বিয়ে করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 আর তাহার যিহূদীয়া স্ত্রী গদোরের পিতা যেরদকে, সোখোর পিতা হেবরকে, ও সানোহের পিতা যিকুথীয়েলকে প্রসব করিল। উহারা ফরৌণের কন্যা বিথিয়ার সন্তান, যাহাকে মেরদ বিবাহ করিয়াছিল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 4:18
10 ক্রস রেফারেন্স  

তাহারা তাহাদের পশুপালের জন্য চরাণির সন্ধানে গদোরের প্রবেশস্থানে উপত্যকার পূর্বপার্শ্ব পর্যন্ত গেল।


আর গাদোরের পিতা পনূয়েল, ও হূশের পিতা এসর। ইহারা বৈৎলেহমের পিতা ইফ্রাথার জ্যেষ্ঠ পুত্র হূরের সন্তান।


যিরহমেলের ভ্রাতা কালেবের সন্তান; তাহার জ্যেষ্ঠ পুত্র মেশা, সে সীফের পিতা; এবং হিব্রোণের পিতা মারেশার সন্তানগণ।


হল্‌হূল, বৈৎ-সূর, গদোর,


আর পর্বতময় দেশে শামীর, যত্তীর, সোখো,


আর ইষ্রার সন্তান- যেথর, মেরদ, এফর ও যালোন, এবং [মেরদের মিসরীয় স্ত্রীর] গর্ভে মরিয়ম, শম্ময় ও ইষ্টিমোয়ের পিতা যিশ্‌বহ জন্মিল।


নহমের ভগিনী হোদিয়ের স্ত্রীর সন্তান গর্মীয় কিয়ীলার পিতা ও মাখাতীয় ইষ্টিমোয়।


যুটা, যিষ্রিয়েল, যক্‌দিয়াম, সানোহ,


আর গদোর-নিবাসী যিরোহমের পুত্র যোয়েলা ও সবদিয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন