১ বংশাবলি 4:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 আর মিয়োনোথয়ের পুত্র অফ্রা আর সরায়ের পুত্র শিল্পকারদের উপত্যকা-নিবাসিগণের পিতা যোয়াব, কেননা তাহারা শিল্পকার ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর মিয়োনোথয়ের পুত্র অফ্রা সরায়ের পুত্র শিল্পকারদের উপত্যকা-নিবাসীদের পিতা যোয়াব, কেননা তারা শিল্পকার ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 মিয়োনোথয় অফ্রার বাবা। সরায় সেই যোয়াবের বাবা, যিনি গী-হরসীমের বাবা। যেহেতু সেখানকার লোকজন সুদক্ষ কর্মী ছিল, তাই সেই স্থানটিকে এই নামেই ডাকা হত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 মিয়োনথয়ের পুত্র অফ্রা।সরায়ের পুত্র যোয়াব। যোয়াব গে-হার-আসীম অর্থাৎ কারিগরদের উপনিবেশ প্রতিষ্ঠা করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর মিয়োনোথয়ের পুত্র অফ্রা সরায়ের পুত্র শিল্পকারদের উপত্যকা নিবাসিগণের পিতা যোয়াব, কেননা তাহারা শিল্পকার ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 মিয়োনোথয়ের পুত্রের নাম ছিল অফ্রা। সরায়ের পুত্রের নাম ছিল যোয়াব। এই যোয়াব ছিলেন কুশলী শিল্পী গে হারাসিমদের পূর্বপুরুষ। অধ্যায় দেখুন |