Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 4:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

13 আর কনসের পুত্র অৎনীয়েল ও সরায়, এবং অৎনীয়েলের পুত্র হথৎ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 আর কনসের পুত্র অৎনীয়েল ও সরায় এবং অৎনীয়েলের পুত্র হথৎ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 কনসের ছেলেরা: অৎনীয়েল ও সরায়। অৎনীয়েলের ছেলেরা: হথৎ ও মিয়োনোথয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 কনসের দুই পুত্র অথনিয়েল ও সরায়। অথনিয়েলেরও দুই পুত্র হথৎ ও মিয়োনথয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 আর কনসের পুত্র অৎনীয়েল ও সরায়, এবং অৎনীয়েলের পুত্র হথৎ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 কনসের দুই পুত্রের নাম: অৎনীয়েল আর সরায়। অৎনীয়েলের দুই পুত্রের নাম: হথত্‌ আর মিয়োনোথয়।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 4:13
5 ক্রস রেফারেন্স  

আর কালেবের ভ্রাতা কনষের পুত্র অৎনীয়েল তাহা হস্তগত করিলে তিনি তাঁহার সহিত আপন কন্যা অক্‌ষার বিবাহ দিলেন।


আর কালেবের কনিষ্ঠ ভ্রাতা কনসের পুত্র অৎনিয়েল তাহা হস্তগত করিলে তিনি তাঁহার সহিত আপন কন্যা অক্‌ষার বিবাহ দিলেন।


ইষ্টোনের পুত্র বৈৎরাফা ও পাসেহ, এবং ঈরনাহসের পিতা তহিন্ন; এই সকলে রেকার লোক।


আর মিয়োনোথয়ের পুত্র অফ্রা আর সরায়ের পুত্র শিল্পকারদের উপত্যকা-নিবাসিগণের পিতা যোয়াব, কেননা তাহারা শিল্পকার ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন