Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 4:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

1 যিহূদার-সন্তান- পেরস, হিষ্রোণ, কর্মী, হূর ও শোবল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 এহুদার সন্তানেরা হল: পেরস, হিষ্রোণ, কর্র্মী, হূর ও শোবল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 যিহূদার বংশধরেরা: পেরস, হিষ্রোণ, কর্মি, হূর ও শোবল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 যিহুদার পুত্রদের তালিকা: পেরস, হিষ্‌রোণ, কর্মি, হুর ও শোবল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 যিহূদার সন্তান—পেরস, হিষ্রোণ, কর্মী, হূর ও শোবল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 যিহূদার পাঁচ পুত্রের নাম: পেরস, হিষ্রোণ, কর্মী, হূর আর শোবল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 4:1
16 ক্রস রেফারেন্স  

যিহূদার পুত্র এর, ওনন, শেলা, পেরস ও সেরহ। কিন্তু এর ও ওনন কনান দেশে মরিয়াছিল; এবং পেরসের পুত্র হিষ্রোণ ও হামূল।


কিন্তু সে আপন হস্ত টানিয়া লইলে দেখ, তাহার ভ্রাতা ভূমিষ্ঠ হইল; তখন ধাত্রী কহিল, তুমি কি প্রকারে আপনার জন্য ভেদ করিয়া আসিলে? অতএব তাহার নাম পেরস [ভেদ] হইল।


ইনি অম্মীনাদবের পুত্র, ইনি অদমানের পুত্র, ইনি অর্ণির পুত্র, ইনি হিষ্রোণের পুত্র, ইনি পেরসের পুত্র, ইনি যিহূদার পুত্র,


যিহূদার পুত্র পেরস ও সেরহ, তামরের গর্ভজাত; পেরসের পুত্র হিষ্রোণ; হিষ্রোণের পুত্র রাম;


আর হিষ্রোণের পুত্র কালেব আপন স্ত্রী অসূবার গর্ভে ও যিরিয়োতের গর্ভে কয়েকটি সন্তানের জন্ম দিল। অসূবার পুত্রগণ এই- যেশর, শোবব ও অর্দোন।


আর হিষ্রোণের ঔরসজাত পুত্র যিরহমেল, রাম, ও কালুবায়।


পেরসের সন্তান- হিষ্রোণ ও হামূল।


যিহূদার সন্তান- এর, ওনন ও শেলা; তাঁহার এই তিন পুত্র কনানীয়া বৎ-শূয়ার গর্ভে জন্মিয়াছিল। যিহূদার জ্যেষ্ঠ পুত্র এর সদাপ্রভুর দৃষ্টিতে দুষ্ট হওয়াতে তিনি তাহাকে মারিয়া ফেলিলেন।


পেরসের বংশাবলি এই। পেরসের পুত্র হিষ্রোণ;


আর ইলীয়ৈনয়ের সন্তান- হোদবিয়, ইলীয়াশীব, পলায়ঃ, অক্কুব, যোহানন, দলায় ও অনানি, এই সাত জন।


আর শোবলের সন্তান রায়া, রায়ার সন্তান যহৎ ও যহতের সন্তান অহূময় ও লহদ; এই সকল সরাথীয় গোষ্ঠী।


যিহূদার পুত্র এর ও ওনন; এর ও ওনন কনান দেশে মারা গিয়াছিল।


পরে যিহূদার পুত্রবধূ তামর তাঁহার ঔরসে পেরসকে ও সেরহকে প্রসব করিল; সর্বসুদ্ধ যিহূদার পাঁচ পুত্র।


কর্মির পুত্র আখন বর্জিত দ্রব্যের বিষয়ে সত্যলঙ্ঘন করিয়া ইস্রায়েলের কণ্টক হইয়াছিল।


কালেবের এই এই সন্তান; ইফ্রাথার জ্যেষ্ঠ পুত্র বিন্‌হূর; কিরিয়ৎ-যিয়ারীমের পিতা শোবল;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন