Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 3:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

9 ইহারা সকলে দায়ূদের পুত্র, উপপত্নীদের সন্তানগণ হইতে ইহারা ভিন্ন; আর তামর ইহাদের ভগিনী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 এরা সকলে দাউদের পুত্র, উপপত্নীদের সন্তানদের থেকে এরা ভিন্ন; আর তামর এদের বোন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 এরা সবাই ছিলেন দাউদের ছেলে, পাশাপাশি তাঁর উপপত্নীদেরও কয়েকটি ছেলে ছিল। তামর ছিলেন তাদের বোন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 এছাড়া দাউদের উপপত্নীদেরও অনেক পুত্রসন্তান ছিল। তাঁর একটি কন্যাও ছিল। তার নাম তামর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 ইহারা সকলে দায়ূদের পুত্র, উপপত্নীদের সন্তানগণ হইতে ইহারা ভিন্ন; আর তামর ইহাদের ভগিনী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 উপপত্নীদের সঙ্গে মিলনের ফলেও দায়ূদের বেশ কয়েকটি সন্তান হয়। আর তামর নামে তাঁর একটা কন্যাও ছিল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 3:9
5 ক্রস রেফারেন্স  

আর দায়ূদ হিব্রোণ হইতে আসিলে পর যিরূশালেমে আরও উপপত্নী ও ভার্যা গ্রহণ করিলেন, তাহাতে দায়ূদের আরও পুত্র কন্যা জন্মিল।


ইলীশামা, ইলীয়াদা ও ইলীফেলট, এই নয় জন।


শলোমনের পুত্র রহবিয়াম; তাঁহার পুত্র অবিয়; তাঁহার পুত্র আসা; তাঁহার পুত্র যিহোশাফট;


আবার সদাপ্রভু আমাকে অনেক পুত্র দিয়াছেন, কিন্তু আমার পুত্র সকলের মধ্যে ইস্রায়েলের অধ্যক্ষরূপে সদাপ্রভুর রাজসিংহাসনে বসিবার জন্য আমার পুত্র শলোমনকে মনোনীত করিয়াছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন