১ বংশাবলি 3:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 হিব্রোণে তাঁহার ছয় পুত্র জন্মে, এবং দায়ূদ সেই স্থানে সাত বৎসর ছয় মাস রাজত্ব করেন, পরে যিরূশালেমে তেত্রিশ বৎসর রাজত্ব করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 হেবরনে তাঁর ছয় পুত্র জন্মে এবং দাউদ সেই স্থানে সাত বছর ছয় মাস রাজত্ব করেন, পরে জেরুশালেমে তেত্রিশ বছর রাজত্ব করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 দাউদের এই ছয় ছেলে সেই হিব্রোণে জন্মেছিলেন, যেখানে তিনি ছয় বছর সাত মাস রাজত্ব করলেন। দাউদ জেরুশালেমে তেত্রিশ বছর রাজত্ব করলেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 রাজধানী হিব্রোণে দাউদের সাড়ে সাত বছরের রাজত্বকালে তাঁর এই ছয়টি পুত্র জন্মগ্রহণ করে। রাজধানী জেরুশালেমে তিনি তেত্রিশ বছর রাজত্ব করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 হিব্রোণে তাঁহার ছয় পুত্র জন্মে, এবং দায়ূদ সেই স্থানে সাত বৎসর ছয় মাস রাজত্ব করেন, পরে যিরূশালেমে তেত্রিশ বৎসর রাজত্ব করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 হিব্রোনে তাঁর এই ছয় পুত্রের জন্ম হয়। মহারাজ দায়ূদ হিব্রোণে সাত বছর ছয় মাস রাজত্ব করেছিলেন। আর তিনি জেরুশালেমে মোট 33 বছর রাজত্ব করেন। অধ্যায় দেখুন |