Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 3:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

22 শখনিয়ের সন্তান- শময়িয়; আর শময়িয়ের সন্তান- হটূশ, যিগাল, বারীহ, নিয়রিয়, শাফট, এই ছয় জন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 শখনিয়ের সন্তানেরা হল: শমরিয়; আর শময়িয়ের সন্তান— হটূশ, যিগাল, বারীহ, নিয়রিয়, শাফট, এই ছয় জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 শখনিয়ের বংশধরেরা: শময়িয় ও তাঁর ছেলেরা: হটূশ, যিগাল, বারীহ, নিয়রিয় ও শাফট—মোট এই ছ-জন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 শখনিয়ের একটি পুত্র শমইয় এবং পাঁচটি পৌত্র: হটুশ, যিগল, বারিহ, নিয়রিয় ও শফট।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 শখনিয়ের সন্তান—শময়িয়; আর শময়িয়ের সন্তান—হটূশ, যিগাল, বারীহ, নিয়রিয়, শাফট, ছয় জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 শখনিয়র পুত্র শময়িয়; এবং শময়িয়ের পুত্র হটূশ, যিগাল, বারীহ, নিয়রিয় আর শাফট মোট ছয় জন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 3:22
4 ক্রস রেফারেন্স  

পীনহসের সন্তানদের মধ্যে গের্শোম, ঈথামরের সন্তানদের মধ্যে দানিয়েল, দায়ূদের সন্তানদের মধ্যে হটূশ।


আর হনানিয়ের সন্তান- পলটিয় ও যিশায়াহ; রফায়ের পুত্রগণ, অর্ণনের পুত্রগণ, ওবদিয়ের পুত্রগণ, শখনিয়ের পুত্রগণ।


আর নিয়রিয়ের সন্তান- ইলীয়ৈনয়, হিষ্কিয় ও অস্রীকাম, এই তিন জন।


শখনিয়ের সন্তানদের মধ্যে; পরোশের সন্তানদের মধ্যে সখরিয়, এবং বংশাবলিতে নির্দিষ্ট তাহার সঙ্গী একশত পঞ্চাশ জন পুরুষ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন