১ বংশাবলি 3:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 দায়ূদের এই সকল পুত্র হিব্রোণে জন্মিল, জ্যেষ্ঠ পুত্র অম্নোন, সে যিষ্রিয়েলীয়া অহীনোয়মের গর্ভজাত; দ্বিতীয় দানিয়েল, সে কর্মিলীয়া অবীগলের গর্ভজাত; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 দাউদের এসব পুত্র হেবরনে জন্মগ্রহণ করলো, জ্যেষ্ঠ পুত্র অম্নোন, সে যিষ্রিয়েলীয়া অহীনোয়মের গর্ভজাত; দ্বিতীয় দানিয়াল, সে কর্মিলীয়া অবীগলের গর্ভজাত; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 দাউদের এই ছেলেদের জন্ম হিব্রোণে হল: বড়ো ছেলে অম্নোন, যিনি যিষ্রিয়েলীয়া অহীনোয়মের ছেলে; দ্বিতীয়জন, কর্মিলীয়া অবীগলের ছেলে দানিয়েল; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1-3 হিব্রোণে বসবাসকালে দাউদের নিম্নলিখিত পুত্র-কন্যারা জন্মগ্রহণ করে: আম্মোনের জননী ছিলেন যিষ্রিয়েলনিবাসী অহিনোয়ম। দানিয়েলের জননী কারমেল নিবাসী অবিগল। অবশালোমের জননী গশুরের রাজা তলময়ের কন্যা মাখা। অদোনিয়ের জননী হগ্গিৎ। শফটিয়র জননী অবিটল। ইথ্রিয়নের জননী ইগ্লা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 দায়ূদের এই সকল পুত্র হিব্রোণে জন্মিল, জ্যেষ্ঠ পুত্র অম্নোন, সে যিষ্রিয়েলীয়া অহীনোয়মের গর্ভজাত; দ্বিতীয় দানিয়েল, সে কর্মিলীয়া অবীগলের গর্ভজাত; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 দায়ূদের কয়েকটি পুত্রের জন্ম হয়েছিল হিব্রোণ শহরে। তাঁর পুত্রদের তালিকা নিম্নরূপ: দায়ূদের প্রথম পুত্রের নাম অম্নোন। তাঁর মা ছিলেন যিষ্রিয়েলের অহীনোয়ম। দায়ূদের দ্বিতীয় পুত্র দানিয়েলের মা ছিলেন যিহূদার কর্মিলের অবীগল। অধ্যায় দেখুন |