১ বংশাবলি 28:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 আর তিনি আমাকে বলিয়াছেন, তোমার পুত্র শলোমনই আমার গৃহ ও আমার প্রাঙ্গণ সকল নির্মাণ করিবে; কেননা আমি তাহাকেই আমার পুত্র বলিয়া মনোনীত করিয়াছি, আমিই তাহার পিতা হইব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আর তিনি আমাকে বলেছেন, তোমার পুত্র শলোমনই আমার গৃহ ও আমার সমস্ত প্রাঙ্গণ নির্মাণ করবে; কেননা আমি তাকেই আমার পুত্র বলে মনোনীত করেছি, আমিই তার পিতা হবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তিনি আমাকে বললেন: ‘তোমার ছেলে শলোমনই সেই লোক, যে আমার ভবন ও প্রাঙ্গণ তৈরি করবে, কারণ আমার ছেলে হওয়ার জন্য আমি তাকে মনোনীত করেছি, এবং আমিই তার বাবা হব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 প্রভু পরমেশ্বর আমাকে বলেছেন, তোমার পুত্র শলোমনই সেই ব্যক্তি যে আমার মন্দির নির্মাণ করবে। তাকে আমি আমার পুত্র হবার জন্য মনোনীত করেছি, আমি তার পিতা হব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আর তিনি আমাকে বলিয়াছেন, তোমার পুত্র শলোমনই আমার গৃহ ও আমার প্রাঙ্গণ সকল নির্ম্মাণ করিবে; কেননা আমি তাহাকেই আমার পুত্র বলিয়া মনোনীত করিয়াছি, আমিই তাহার পিতা হইব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 প্রভু আমাকে বললেন, ‘দায়ূদ, তোমার পুত্র শলোমন আমার মন্দির ও তার সংলগ্ন সব কিছু বানাবে। কেন? কারণ আমি শলোমনকে আমার সন্তান হিসেবে বেছে নিয়েছি এবং আমি হব তার পিতা। অধ্যায় দেখুন |