১ বংশাবলি 28:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 পরে দায়ূদ আপন পুত্র শলোমনকে কহিলেন, তুমি বলবান হও, সাহস কর, কার্য কর; ভয় করিও না, নিরাশ হইও না; কেননা সদাপ্রভু ঈশ্বর, আমার ঈশ্বর, তোমার সহবর্তী; সদাপ্রভুর গৃহ-বিষয়ক কার্যের সমস্ত রচনা যাবৎ সমাপ্ত না হয়, তাবৎ তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 পরে দাউদ তাঁর পুত্র সোলায়মানকে বললেন, তুমি বলবান হও, সাহস কর, কাজ কর; ভয় করো না, নিরাশ হয়ো না, কেননা মাবুদ আল্লাহ্, আমার আল্লাহ্, তোমার সহবর্তী; মাবুদের গৃহবিষয়ক কাজের সমস্ত রচনা যতক্ষণ সমাপ্ত না হয়, ততক্ষণ তিনি তোমাকে ছাড়বেন না, তোমাক ত্যাগ করবেন না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 এছাড়াও দাউদ তাঁর ছেলে শলোমনকে বললেন, “বলবান ও সাহসী হও, আর কাজটি করে ফেলো। ভয় পেয়ো না বা হতাশ হোয়ো না, কারণ, সদাপ্রভু ঈশ্বর, আমার ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছেন। সদাপ্রভুর মন্দিরের পরিচর্যার সব কাজ যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ তিনি তোমাকে ছাড়বেন না বা ত্যাগও করবেন না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 রাজা দাউদ তাঁর পুত্র শলোমনকে বললেন, ঈশ্বরের আস্থাবান ও স্থিরসিদ্ধান্তে অটল হও। শুরু করে দাও কাজ। কোন কিছু যেন তোমার কাজ বন্ধ করতে না পারে। প্রভু পরমেশ্বর, আমি যাঁর সেবক, তোমার সঙ্গে থাকবেন। যতদিন না তুমি তাঁর মন্দিরের কাজ শেষ কর, ততদিন তিনি তোমার সঙ্গে থাকবেন, তোমাকে পরিত্যাগ করবেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 পরে দায়ূদ আপন পুত্র শলোমনকে কহিলেন, তুমি বলবান হও, সাহস কর, কার্য্য কর; ভয় করিও না, নিরাশ হইও না; কেননা সদাপ্রভু ঈশ্বর, আমার ঈশ্বর, তোমার সহবর্ত্তী; সদাপ্রভুর গৃহবিষয়ক কার্য্যের সমস্ত রচনা যাবৎ সমাপ্ত না হয়, তাবৎ তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 এছাড়াও দায়ূদ তাঁর পুত্র শলোমনকে বললেন, “ভয় পেও না। বুকে সাহস নিয়ে বীরের মতো এই কাজ শেষ করো। আমার প্রভু ঈশ্বর একাজে তোমার সহায় হবেন। কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি স্বয়ং তোমার পাশে পাশে থাকবেন, তোমাকে ছেড়ে যাবেন না। তুমি অবশ্যই প্রভুর মন্দির বানাতে পারবে। অধ্যায় দেখুন |