১ বংশাবলি 28:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আর যাজকদের ও লেবীয়দের পালা, এবং সদাপ্রভুর গৃহ সম্পর্কীয় সেবাকর্মার্থক সমস্ত কার্য, ও সদাপ্রভুর গৃহ সম্পর্কীয় সেবাকর্মার্থক সমস্ত পাত্র; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর ইমামদের ও লেবীয়দের পালা এবং মাবুদের গৃহ সম্পর্কীয় সেবাকর্মের সমস্ত কাজ ও মাবুদের গৃহ সম্পর্কীয় সেবাকর্মের সমস্ত পাত্র; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 যাজক ও লেবীয়দের বিভিন্ন বিভাগের, এবং সদাপ্রভুর মন্দিরের পরিচর্যামূলক সব কাজের, তথা সেই পরিচর্যাকাজে ব্যবহৃত হতে যাওয়া সব জিনিসপত্রের বিষয়েও তিনি শলোমনকে বেশ কিছু নির্দেশ দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 এ ছাড়াও পুরোহিত ও লেবীয়দের নিত্যকর্ম, মন্দিরের সমস্ত কাজ এবং মন্দিরের বাসন ও আসবাবপত্রের যত্ন ও রক্ষণাবেক্ষণের সমস্ত দায়-দায়িত্ব ব্যবস্থাপনার পরিকল্পনাটিও দাউদ তাঁকে বললেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর যাজকদের ও লেবীয়দের পালা, এবং সদাপ্রভুর গৃহ সম্পর্কীয় সেবাকর্ম্মার্থক সমস্ত কার্য্য, ও সদাপ্রভুর গৃহ সম্পর্কীয় সেবাকর্ম্মার্থক সমস্ত পাত্র; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 তিনি যাজক ও লেবীয়দের কার্যাবলী সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশ দিলেন। তিনি প্রভুর মন্দির তৈরীর সমস্ত কাজ সম্পর্কে এবং ঈশ্বরের সেবায় যত জিনিষ ব্যবহৃত হয় সব কিছু সম্পর্কেও নির্দেশ দিলেন। অধ্যায় দেখুন |