১ বংশাবলি 27:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 দ্বিতীয় মাসের দলে অহোহীয় দোদয়, ও তাঁহার দল; অধ্যক্ষ ছিলেন মিক্লোৎ; এবং তাঁহার দলে চব্বিশ সহস্র লোক ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 দ্বিতীয় মাসের দলে অহোহীয় দোদয় ও তাঁর দল; নেতা ছিলেন মিক্লোৎ; এবং তাঁর দলে চব্বিশ হাজার লোক ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 দ্বিতীয় মাসের জন্য সেই বিভাগের দায়িত্বে ছিলেন অহোহীয় দোদয়; তাঁর বিভাগের নেতা ছিলেন মিক্লোৎ। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 দ্বিতীয় মাসের দলে অহোহীয় দোদয়, ও তাঁহার দল; অধ্যক্ষ ছিলেন মিক্লোৎ; এবং তাঁহার দলে চব্বিশ সহস্র লোক ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 দ্বিতীয় মাসের দলটির দায়িত্বে থাকতেন অহোহর দোদয়। তাঁর দলে 24,000 লোক ছিল। অধ্যায় দেখুন |