১ বংশাবলি 27:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 আর অহীথোফলের পরে বনায়ের পুত্র যিহোয়াদা ও অবিয়াথর ছিলেন; এবং যোয়াব রাজার সৈন্যদলের সেনাপতি ছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 আর অহীথোফলের পরে বনায়ের পুত্র যিহোয়াদা ও অবিয়াথর রাজমন্ত্রী ছিলেন; এবং যোয়াব বাদশাহ্র সৈন্যদলের সেনাপতি ছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 অহীথোফলের স্থলাভিষিক্ত হলেন অবিয়াথর ও বনায়ের ছেলে যিহোয়াদা। যোয়াব ছিলেন রাজকীয় সৈন্যদলের সেনাপতি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 অহিথোফলের মৃত্যুর পর অবিয়াথার এবং বনায়ের পুত্র যিহোয়াদা রাজার পরামর্শদাতা নিযুক্ত হন। যোয়াব ছিলেন রাজপরিবারের অধ্যক্ষ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 আর অহীথোফলের পরে বনায়ের পুত্র যিহোয়াদা ও অবিয়াথর ছিলেন; এবং যোয়াব রাজার সৈন্যদলের সেনাপতি ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 পরবর্তীকালে মন্ত্রণাদাতা হিসেবে অহীথোফলের জায়গা নিয়েছিলেন বনায়ের পুত্র যিহোয়াদা আর অবিয়াথর। সেনাবাহিনীর অধ্যক্ষর দায়িত্বে ছিলেন যোয়াব। অধ্যায় দেখুন |