Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 27:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

31 মেষপালদের অধ্যক্ষ হাগরীয় যাসীষ। ইঁহারা দায়ূদ রাজার সম্পত্তির অধ্যক্ষ ছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

31 এঁরা দাউদ বাদশাহ্‌র সম্পত্তির ধনাধক্ষ্য ছিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

31 মেষের পালগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল হাগরীয় যাসীষকে। এরা সবাই রাজা দাউদের সম্পত্তি দেখাশোনা করার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 মেষপালদের অধ্যক্ষ হাগরীয় যাসীষ। ইহাঁরা দায়ূদ রাজার সম্পত্তির অধ্যক্ষ ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 মেষ চরাতেন হাগরের যাসীষ। এই সমস্ত লোকরা ছিলেন নেতা যাঁরা রাজা দায়ূদের সম্পত্তি দেখাশোনা করতেন।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 27:31
6 ক্রস রেফারেন্স  

আর শৌলের সময়ে তাহারা হাগরীয়দের সহিত যুদ্ধ করিল এবং ইহারা তাহাদের হস্তে নিপাতিত হইল; আর তাহারা ইহাদের তাম্বুতে গিলিয়দের পূর্বদিকে সর্বত্র বসতি করিল।


সেই দিন শৌলের দাসগণের মধ্যে ইদোমীয় দোয়েগ নামে একজন সদাপ্রভুর সাক্ষাতে নিবদ্ধ হইয়া সেই স্থানে ছিল, সে শৌলের প্রধান পশুপালক।


উষ্ট্রগণের অধ্যক্ষ ইশ্মায়েলীয় ওবীল। গর্দভীগণের অধ্যক্ষ মেরোণোথীয় যেহদিয়।


দায়ূদের পিতৃব্য যোনাথন মন্ত্রী ও বুদ্ধিমান লোক, আর লেখক ছিলেন; এবং হক্‌মোনির পুত্র যিহীয়েল রাজপুত্রদের বয়স্য ছিলেন।


তাহারা হাগরীয়দের সহিত এবং যিটূরের, নাফীশের ও নোদবের সহিত যুদ্ধ করিল।


আমি অনেক দাস-দাসী ক্রয় করিলাম এবং আমার গৃহেও দাসগণ জন্মিল; আর আমার পূর্বে যিরূশালেমে যাঁহারা ছিলেন, সেই সকল হইতে আমার গোমেষাদি পশুধন অধিক ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন