১ বংশাবলি 27:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)30 উষ্ট্রগণের অধ্যক্ষ ইশ্মায়েলীয় ওবীল। গর্দভীগণের অধ্যক্ষ মেরোণোথীয় যেহদিয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 উটগুলোর চরাবার লোকদের নেতা ছিলেন ইসমাইলীয় ওবীল। গাধীগুলোর নেতা ছিলেন মেরোণোথীয় যেহদিয়। ভেড়ার পালগুলোর নেতা ছিলেন হাগরীয় যাসীষ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 উটগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল ইশ্মায়েলীয় ওবীলকে। গাধাগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল মেরোণোথীয় যেহদিয়কে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 উষ্ট্রগণের অধ্যক্ষ ইশ্মায়েলীয় ওবীল। গর্দ্দভীগণের অধ্যক্ষ মেরোণোথীয় যেহদিয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 উট তদারকির দায়িত্ব ছিল ইশ্মায়েলের ওবীলের ওপর। গাধার তদারকিতে ছিলেন মেরোণোথের যেহদিয়। অধ্যায় দেখুন |