Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 27:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

28 নিম্নভূমিস্থিত জলপাইবৃক্ষ ও সুকমোরবৃক্ষ সকলের অধ্যক্ষ গদেরীয় বাল-হানন। তৈল-ভাণ্ডারের অধ্যক্ষ যোয়াশ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 নিম্নভূমিস্থিত জলপাই গাছ ও ডুমুর গাছগুলোর নেতা ছিলেন গদেরীয় বাল-হানন। তৈল-ভাণ্ডারের নেতা ছিলেন যোয়াশ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

28 পশ্চিমদিকের পর্বতমালার পাদদেশে অবস্থিত পাহাড়ি এলাকার জলপাই ও দেবদারু-ডুমুর গাছগুলি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল গদেরীয় বায়াল-হাননকে। জলপাই তেল জোগানোর দায়িত্ব দেওয়া হল যোয়াশকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 নিম্নভূমিস্থিত জিতবৃক্ষ ও সুকমোরবৃক্ষ সকলের অধ্যক্ষ গদেরীয় বাল-হানন। তৈল-ভাণ্ডারের অধ্যক্ষ যোয়াশ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 গদেরের বাল-হানন পশ্চিমের পার্বত্য অঞ্চলের জলপাই গাছগুলি এবং সুকমোর গাছগুলি রক্ষণাবেক্ষণ করতেন। তেলের ভাঁড়ার সামলাতেন যোয়াশ।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 27:28
9 ক্রস রেফারেন্স  

রাজা যিরূশালেমে রৌপ্য ও স্বর্ণকে প্রস্তরের ন্যায়, এবং এরস কাষ্ঠকে নিম্নভূমিস্থ সুকমোর গাছের ন্যায় প্রচুর করিলেন।


রাজা যিরূশালেমে রৌপ্যকে প্রস্তরের ন্যায়, ও এরসকাষ্ঠকে নিম্নভূমিস্থ সুকমোর গাছের ন্যায় প্রচুর করিলেন।


আর ইস্রায়েল-সন্তানগণকে সংগ্রহ করা হইল, এবং তাহারা খাদ্যদ্রব্যাদি প্রস্তুত করিয়া তাহাদের বিরুদ্ধে যাত্রা করিল; আর ইস্রায়েল-সন্তানগণ দুইটি ক্ষুদ্র ছাগপালের ন্যায় তাহাদের সম্মুখে শিবির স্থাপন করিল; কিন্তু অরামীয়েরা দেশময় ব্যাপিয়া গেল।


আর সমস্ত ইস্রায়েলের উপরে শলোমনের নিযুক্ত বারো জন অধ্যক্ষ ছিলেন। তাঁহারা রাজার ও রাজবাটীর জন্য খাদ্য দ্রব্যের আয়োজন করিতেন; বৎসরের মধ্যে এক এক মাসের জন্য আয়োজন করিবার ভার এক একজনের উপরে ছিল।


তাই সে আগে দৌড়াইয়া গিয়া তাঁহাকে দেখিবার জন্য একটি সুকমোর গাছে উঠিল, কারণ তিনি সেই পথে যাইতেছিলেন।


আর শৌল মরিলে পর অক্‌বোরের পুত্র বাল্‌হানন তাঁহার পদে রাজত্ব করেন।


দ্রাক্ষাক্ষেত্র সকলের অধ্যক্ষ রামাথীয় শিমিয়ি; এবং দ্রাক্ষাক্ষেত্রস্থ দ্রাক্ষারসের ভাণ্ডারের অধ্যক্ষ শিফমীয় সব্দি।


শারয়িম, অদীথয়িম, গদেরা ও গদেরোথয়িম; স্ব স্ব গ্রামের সহিত চৌদ্দটি নগর।


গদেরোৎ, বৈৎ-দাগোন, নয়মা ও মক্কেদা; স্ব স্ব গ্রামের সহিত ষোলটি নগর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন