১ বংশাবলি 27:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 প্রথম দলের উপরে প্রথম মাসের জন্য সব্দীয়েলের পুত্র যাশবিয়াম; তাঁহার দলে চব্বিশ সহস্র লোক ছিল; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 প্রথম দলের উপরে প্রথম মাসের জন্য সব্দীয়েলের পুত্র যাশবিয়াম; তাঁর দলে চব্বিশ হাজার লোক ছিল; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 প্রথম মাসের জন্য প্রথম বিভাগের দায়িত্বে ছিলেন সব্দীয়েলের ছেলে যাশবিয়াম। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2-15 পালাক্রমে প্রত্যেক মাসের দায়িত্বে নিযুক্ত দলনায়কদের নামের তালিকা: প্রথম মাস: সব্দিয়েলের পুত্র যাশোবিয়াম (ইনি যিহুদা গোষ্ঠীর পেরেস বংশের লোক ছিলেন।) দ্বিতীয় মাস: অহোহির বংশধর দোদয়। (মিক্লোথ ছিলেন তাঁর সহকারী।) তৃতীয় মাস: পুরোহিত যিহোয়াদার পুত্র বনায়। ইনি ছিলেন ‘সেই ত্রিশ’ জনের দলনায়ক। (তাঁর পুত্র অম্মিষাবাদ দলনায়করূপে পিতার স্থলাভিষিক্ত হন)। চতুর্থ মাস: যোয়াবের ভাই অসাহেল (তাঁর পুত্র সবদিয় তাঁর স্থলাভিষিক্ত হন।) পঞ্চম মাস: যিষহরের বংশধর শমহূত। ষষ্ঠ মাস: তকোয়া নিবাসী ইক্কেশের পুত্র ইরা। সপ্তম মাস: পলোন নিবাসী ইফ্রয়িম গোষ্ঠীর হেলস। অষ্টম মাস: হুশা নিবাসী সিব্বখয়। (তিনি ছিলেন যিহুদা গোষ্ঠীর সেরহ বংশের লোক)। নবম মাস: বিন্যামীন গোষ্ঠীর অনাথোত নিবাসী অবিয়েষর। দশম মাস: নটোফা নিবাসী মহরয় (ইনি ছিলেন সেরহ বংশের লোক)। একাদশ মাস: ইফ্রয়িম গোষ্ঠীর পিরিয়াথন নিবাসী বনায়। দ্বাদশ মাস: নটোফা নিবাসী হিলদয় (ইনি ছিলেন অৎনিয়েলের বংশধর)। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 প্রথম দলের উপরে প্রথম মাসের জন্য সব্দীয়েলের পুত্র যাশবিয়াম; তাঁহার দলে চব্বিশ সহস্র লোক ছিল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2-3 বছরের প্রথম মাসে 24,000 সৈন্যর যে দলটি কাজ করত তাদের দায়িত্বে থাকতেন পেরসের উত্তরপুরুষ সব্দীয়েলের পুত্র যাশবিয়াম। প্রথম মাসে যাশবিয়াম সৈন্যাধ্যক্ষ হিসেবে কাজ করতেন। অধ্যায় দেখুন |