১ বংশাবলি 27:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 একাদশ মাসের জন্য একাদশ সেনাপতি ইফ্রয়িম-সন্তানদের কুলজাত পিরিয়াথোনীয় বনায়; তাঁহার দলে চব্বিশ সহস্র লোক ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 একাদশ মাসের জন্য একাদশ সেনাপতি আফরাহীম-সন্তানদের কুলজাত পিরিয়াথোনীয় বনায়; তাঁর দলে চব্বিশ হাজার লোক ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 একাদশতম মাসের জন্য একাদশতম সেনাপতি হলেন পিরিয়াথোনীয় বনায়, যিনি যাতে একজন ইফ্রয়িমীয় ছিলেন। তাঁর বিভাগে 24,000 জন লোক ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 একাদশ মাসের জন্য একাদশ সেনাপতি ইফ্রয়িম-সন্তানদের কুলজাত পিরিয়াথোনীয় বনায়; তাঁহার দলে চব্বিশ সহস্র লোক ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 পিরিয়াথোনের ইফ্রয়িম পরিবারগোষ্ঠীর বনায় একাদশ মাসে সৈন্যদল পরিচালনা করতেন। তাঁর দলে 24,000 পুরুষ ছিল। অধ্যায় দেখুন |